অবশেষে প্রতীক্ষার প্রহর শেষে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন চিত্র নায়িকা পরিমনি। প্রথম বার ছেলের বাবা-মা হলেন অভিনেতা শরিফুল রাজ এবং চিত্রনায়িকা পরীমনি।
অভিনেতা শরিফুল রাজ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
সন্তান এবং মা দুজনেই সুস্থ আছেন জানিয়েছেন শরিফুল রাজ।
বাবা হওয়ার খবর জানিয়ে উচ্ছ্বসিত রাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছু অত্যন্ত সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। প্রথমবার বাবা হওয়ার এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না।’
ছেলে এবং স্ত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শরিফুল রাজ।
২০২১ খ্রিষ্টাব্দের ১৭ অক্টোবর, গোপনে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ এবং চিত্রনায়িকা পরীমনি। চলতি বছরের ১০ জানুয়ারি তাদের ঘরে সন্তান আসছে এই খুশির খবরটি জানান তারা। এরপর ২২ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ের আয়োজন সম্পন্ন করেন রাজ-পরিমনি দম্পতি।