সাবিলা নূরের অনেক দিনের ইচ্ছে ছিল লালগালিচায় হাঁটবেন তিনি শাড়ি পরে। তার সেই ইচ্ছে পুরণ করলো মেরিল-প্রথম আলো। মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাড়ি পরে লালগালিচায় হাঁটলেন তিনি। শাড়ির পুরোটা জুড়েই ছিল সাদা সুতায় পাথরের কাজ করা। জমকালো কাজ করা শাড়িতে বর্তমান প্রজন্মের অভিনয়শিল্পী সাবিলা নূরকে অসাধারণ সুন্দর দেখাচ্ছিল। সচরাচর এরকম সাজে খুব একটা দেখা যায় না সাবিলাকে। সাদা শাড়ি আর লালের মিশ্রণে নজরকাড়া হয়ে উঠেছিলেন তিনি।
ছবি : সাইফুল ইসলাম (প্রথম আলো-র সৌজন্যে)