বুবলী-আদরের হাহাকার

23 Jan 2022, 04:52 PM মুভিমেলা শেয়ার:
বুবলী-আদরের হাহাকার

সৈকত নাসিরের ছবি তালাশের প্রথম গান ‘মায়া মাখা’ মুক্তি পেয়েছে টাইগার মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। রণক ইকরামের কথায় গানটির সুর ও কন্ঠ দিয়েছেন এআর রাব্বি। সংগীত পরিচালনা করেছেন দীন ইসলাম শারুখ। এই ছবিতে অভিনয় প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পের সিনেমা এটি। এই গানে দর্শক এর একটু ছোঁয়া পাবেন। কাজটির জন্য অনেক পরিশ্রম করেছি। আমি খুব ভাগ্যবান ভালো একটি সিনেমা দিয়ে বড়ো পর্দায় অভিষেক হতে যাচ্ছে।’ সিনেমার গান প্রসঙ্গে পরিচালক সৈকত নাসির বলেন, ‘আমি জানি এই ছবির গল্পই এর মূল প্রাণ। কিন্তু মজার ব্যাপার হলো গানপাগল ছেলেমেয়েদের গল্প হওয়ার কারনে সিনেমার গান নির্বাচনে প্রচুর সময় নিয়েছি। প্রায় ২০ টির বেশি ট্র্যাক থেকে তালাশের পাঁচটি গান বাছাই করা। আশা করছি দর্শক নিরাশ হবেন না। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনী পরিচালকের সঙ্গে লিখেছেন আসাদ জামান। সেপ্টেম্বর সিনেমাটির শ্যুটিং শুরু হয়। ঢাকা, কক্সবাজার, বিএফডিসি টানা শ্যুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয়। সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। এতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।