‘রক্ত’ সিনেমা দিয়ে প্রথমবার জুটি বাঁধেন অভিনয়শিল্পী রোশান ও পরী পরীমনি। ছবিটি বেশ দর্শকপ্রিয়তাও পায়। দর্শকের সামনে আবারো হাজির হচ্ছেন এই জুটি। তাদেরকে দেখা যাবে সরকারি ২০১৯-২০ অর্থবছরে অনুদানপ্রাপ্ত ছবি ‘মুখোশ’-এ। ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক ইফতেখার শুভ। ‘মুখোশ’ ছবির সেন্সর ছাড়পত্র পাওয়া এবং এর মুক্তি নিয়ে পরিচালক বলেন, ‘ছবিটি আনকাট সেন্সর পাওয়ায় খুবই ভালো লাগছে। কিন্তু করোনার কারণে এর মুক্তি স্থগিত করা হয়েছে। আশা করছি করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে এলে সিনেমাটি মুক্তি দিতে পারবো।’ সেন্সরের খবর পেয়ে উচ্ছ্বসিত রোশান ও পরীমনিও। পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘আনকাট সেন্সর # মুখোশ।’ ছবিটি প্রসঙ্গে রোশান বলেন, ‘বেশ চমৎকার একটি সিনেমা ‘মুখোশ’। দর্শক এটি উপভোগ করবেন বলে বিশ্বাস আমার।’ প্রচারণার অংশ হিসেবে ২ জানুয়ারি প্রকাশ করা হয় সিনেমাটির টাইটেল সং। ইফতেখার শুভর লেখা ‘পেজ নম্বর ৪৪’ উপন্যাস অবলম্বনে মুখোশ সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত। আর এর পরিবেশনার দায়িত্বে রয়েছে কপ ক্রিয়েশন। ছবিতে আরো অভিনয় করেছেন মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ প্রমুখ।