বিয়ের পর ১৭ জানুয়ারি, সোমবার অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের শুটিংয়ে ফেরার কথা। কিন্তু করোনা পরীক্ষা না করায় শুটিং বাতিল করেছেন পরিচালক রনি ভৌমিক। মিমের পরিবারের একাধিক সদস্য করোনা আক্রান্ত থাকলেও অনীহার কারণে মিম নতুন করে করোনা টেস্ট করাননি। পুরো বিষয়টি নিয়ে নির্মাতা রনি ভৌমিক বলেন, ‘আমি শুনেছিলাম, মিমের করোনা পরীক্ষা করানো হয়েছে। পরে জানতে পারলাম, নতুন করে তিনি টেস্ট করাননি। তাই সঙ্গে সঙ্গেই শুটিং বাতিল করা হয়।’ ৪ জানুয়ারি বর্নাঢ্য আয়োজনে বিয়ে করেন ঢাকাই ছবির নায়িকা মিম। তার বিয়ে আয়োজনটি করোনার প্রায় হটস্পটে পরিণত হয়। যার ফলে বাতিল হয়ে যায় তাদের হানিমুন পর্বটিও। ৯ জানুয়ারি জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন মিমের স্বামী সনি পোদ্দার। সেই সময়ে অবশ্য মিমের পরীক্ষার ফল আসে নেগেটিভ। আক্রান্ত হন মিমের বাবা বীরেন্দ্রনাথ সাহাসহ ওই অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই। পরে ধীরে ধীরে ভাইরাসটি পাওয়া যায় তারকা অতিথিদের মধ্যেও। তালিকায় আছেন অভিনেতা সজল, অভিনেত্রী ফারিয়া শাহরিন, প্রবাসী মডেল মিলা ও নির্মাতা বান্নাহসহ অনেকে।
নতুন করে তার বা পরিবারের সদস্যদের কারও নেগেটিভ ফল না এলেও সম্প্রতি কাজের সিডিউল দিয়েছিলেন মিম।