মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। স্বামী সনি পোদ্দার। বিয়ের পর হানিমুনে যাওয়ার পরিকল্পনা থাকলেও হানিমুন হচ্ছে না তাদের। বাধ সেধেছে কোভিড ১৯। অর্থাৎ স্বামী করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত হানিমুনে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন তারা। ১১ জানুয়ারি, মঙ্গলবার চার দিনের জন্য তাদের দুজনের মালদ্বীপে যাওয়ার কথা ছিল। কিন্তু ৯ জানুয়ারি করোনা পরীক্ষার ফল হাতে পেয়ে জানতে পারেন, মিমের স্বামী করোনা পজিটিভ। মিম নিজেই ১১ জানুয়ারি, মঙ্গলবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। ১৫ জানুয়ারি স্বামীকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল মিমের। কিন্তু করোনার কারণে সে আয়োজনটি স্থগিত করা হয়। মিম বলেন, সনি সুস্থ হলেই নতুন করে আয়োজনের তারিখটি জানিয়ে দেব। মিম আরো জানান আমার বাবাও করোনায় আক্রান্ত। ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে বিয়ে করেন বিদ্যা সিনহা মিম। বর সনি পোদ্দার পেশায় ব্যাংকার। তার বাড়ি কুমিল্লায়। বিয়ের তিন দিন পর হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে যান মিম। সেখানে ৭ জানুয়ারি বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়।