মুক্তি পাচ্ছে না শান

10 Jan 2022, 01:08 PM মুভিমেলা শেয়ার:
মুক্তি পাচ্ছে না শান


সারাবিশ্বের মত বাংলাদেশেও করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আর এই সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পিছিয়ে গেল ‘শান’ সিনেমার মুক্তি দিনও। ৭ জানুয়ারি, শুক্রবার ছবিটি মুক্তির কথা থাকলেও করোনা সংক্রমণ বৃদ্ধি কারণে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন সংশ্লিষ্টরা। খবরটি নিশ্চিত করেছেন ‘শান’ এর গল্পকার ও ক্রিয়েটিভ প্রধান পুলিশ সুপার আজাদ খান। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সিনেমাটি মুক্তির দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। কিন্তু করোনার ক্রমবর্ধমান গতিতে ‘শান’ ৭ জানুয়ারিতে মুক্তি পাচ্ছে না। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ছড়াচ্ছে বাংলাদেশে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন এই ভ্যারিয়েন্টটি নিয়ে তৎপর স্বাস্থ্য অধিদপ্তর। ৪ জানুয়ারি, বুধবার স্বাস্থ্য অধিদপ্তর দেশব্যাপী ১৫টি নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনার ৫ নং-এ বলা হয়েছে, ‘সিনেমা হলে অর্ধেক বা কম সংখ্যক লোক অংশগ্রহণ করতে পারবে।’ সবদিক বিবেচনা করেই শান’র মুক্তি স্থগিত করা হয়েছে বলে জানান পরিচালক এম রাহিম। তিনি আরো বলেন, ‘শান’ অনেক বড় বাজেটের সিনেমা। কোভিড নিয়ে মানুষের মধ্যে আবারও আতঙ্ক ছড়িয়েছে। এই সময়ে এত বড়ো বাজেটের সিনেমা মুক্তি দিয়ে ঝুঁকি নিতে চাই না। তাই ৬ জানুয়ারি, বুধবার দুপুরে সিদ্ধান্ত নেয়া হয় ‘শান’ আপতত মুক্তি দেব না। ছবিটি মুক্তি উপলক্ষে ৪ জানুয়ারি রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।