জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হচ্ছে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ ছবিটি । ৭ অক্টোবর ২০২১ থেকে, টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে অনুদানপ্রাপ্ত এই ছবির কাজ । ছবিতে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা, বঙ্গবন্ধ’ুর মায়ের চরিত্রে অভিনয় করছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে বেশ ভালো লাগছে। এটি আমার জন্য সৌভাগ্যও বটে’। ছবিটি পরিচালনা করছেন মুশফিকুর রহমান গুলজার।
ছবিটিতে আরো অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, তুষার খান, শতাব্দী ওয়াদুদ, এলিনা শাম্মী প্রমুখ।