দীর্ঘ বিরতির পর বড়ো পর্দায় ফিরছেন অভিনেত্রী প্রসূন আজাদ। ৮ অক্টোবর শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘পদ্মাপুরাণ’। ছবিটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ। এরইমধ্যে ছবির ট্রেলারও প্রকাশ পেয়েছে। ট্রেলারে পদ্মাপাড়ের জনজীবনের গল্প সিনেমায় তুলে ধরারই ইঙ্গিত দেওয়া হয়েছে। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে এবং ভিন্ন লুকে দেখা গেছে প্রসূন আজাদকে। এদিকে আগে অভিনয় করা নুরুল আলম আতিকের পরিচালনায় ‘মানুষের বাগান’ এবং নিশীথ সূর্যের ‘পায়রার চিঠি’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে তার। ২০১৪ সালে শফিকুল ইসলাম খানের পরিচালনায় ‘অচেনা হদয়’- ছবি দিয়ে বড়ো পর্দায় ক্যারিয়ার শুরু করেন প্রসূন আজাদ। এরপর ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মুসাফির’- নামের দু’টি ছবিতে অভিনয় করেন।