রিমান্ডে পরীমনি

05 Aug 2021, 10:39 PM মুভিমেলা শেয়ার:
রিমান্ডে পরীমনি

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায়  আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


৫ আগস্ট, বৃহস্পতিবার ৮টা ২৮ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়। এরপর বনানী থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমনিকে সাত দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকার্রী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ আসামি পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, পরীমনির পক্ষে আদালতে লড়তে ওকালতনামায় স্বাক্ষর করা নিয়ে আইনজীবীদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ ঘটনা ঘটে।