অ্যাকশন হিরো হিসেবেই বেশি পরিচিত রুবেল। তার অভিনীত বেশিরভাগ ছবিই ব্যবসাসফল হয়েছে। তিনি অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা, পরিবেশনা, পরিচালনা কণ্ঠশিল্পী এবং ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। পপ্রায় আড়াইশ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মার্শাল আর্টে পারদর্শী এ অভিনেতা।
এ-পর্যন্ত মোট ৯৭জন নায়িকার বিপরীতে তিনি অভিনয় করেছেন। সংখ্যাটি ১০০ পূর্ণ হবার পর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন তিনি।
চলচ্চিত্রে রুবেল পা রেখেছিলেন প্ল্যাব্যাক সিঙ্গার হিসেবে। চার বছর নজরুলসংগীতে এবং সাড়ে চার বছর শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছিলেন তিনি। ব্যাডমিন্টন, ফুটবল এবং কারাতে চ্যাম্পিয়নশিপে জাতীয়ভাবে পুরস্কৃতও হয়েছিলেন তিনি।