৬৯তম মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর প্রতিযোগী আন্দ্রেয়া মেজা। তিনি মিস ইউনিভার্স শিরোপা জয়ী তৃতীয় মেক্সিকান।
১৭ মে ২০২১ আন্দ্রেয়া মেজাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স জোজোবিনি তুনজি।
এ বছর সেরা পাঁচে মিস মেক্সিকোর পাশাপাশি আরও জায়গা করে নিয়েছিলেন মিস ইন্ডিয়া, মিস ব্রাজিল, মিস পেরু, মিস ডমিনিকান রিপাবলিক।
এ বছর মিস ইউনিভার্স শিরোপা জয়ী আন্দ্রেয়া মেজা পেশায় সফটওয়্যার প্রকৌশলী। তিনি লিঙ্গ বৈষম্য দূর করার জন্য কাজ করছেন।