ইমপ্রেস টেলিফিল্মেও নতুন ছবি ‘প্রিয় কমলা’ ১৯ মার্চ মুক্তি পাচ্ছে। ছবিটি প্রথমদিন মুক্তি পাবে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত ছবিটি চ্যানেল আইয়ে প্রথম প্রদর্শিত হবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে। ছবিটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। ‘প্রিয় কমলা’ ছবিতে একটি গান রবীন্দ্রসংগীত এবং অন্যটির কথা লিখেছেন ফরিদুর রেজা সাগর। ফরিদুর রেজা সাগরের লেখা এটা প্রথম গান। ‘প্রিয় কমলা’র শুটিং শুরু হয় গত বছরের ডিসেম্বও মাসে। বাপ্পী অপু ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন মালা খন্দকার, সেহাঙ্গল বিল্পব, শিশুশিল্পী আযান প্রমুখ। ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে বাপ্পীর এটি প্রথম কাজ। ‘প্রিয় কমলা’ ছবিতে অপু বিশ্বাস একজন বীরাঙ্গনা’র চরিত্রে অভিনয় করেছেন।
‘যুদ্ধের সময় একেবারের অজপাড়াগাঁয়ের নিটল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন সেই গ্রামে পড়ে তখন সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় সেটিই তুলে ধরা হয়েছে এ ছবিতে। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও করেছেন শাহরিয়ার নাজিম জয়।