তিনি অনন্যা

29 Sep 2025, 02:59 PM কাভার গার্ল শেয়ার:
তিনি অনন্যা

অনন্যা সাহা ছেলেবেলা থেকেই স্বপ্ন দেখতেন সাংস্কৃতিক অঙ্গনে কাজ করবেন। সেই স্বপ্ন নিয়েই বেড়ে ওঠেন তিনি। কিন্তু পড়াশোনার ক্ষতি হবে বলে এই অঙ্গনে কাজ করা হয়ে ওঠেনি। এরপর যখন পড়াশোনার চাপ কমে আসে, তখন এখানে কাজ করার মনস্থির করেন। খুঁজতে থাকেন একটি প্লাটফর্ম, পেয়েও যান। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম...


অনন্যা সাহা অভিনয় করবেন এই স্বপ্নের বীজ বপণ করেছিলেন সেই ছেলেবেলা থেকেই। টেলিভিশনে যখন নাটক, সিনেমা কিংবা বিজ্ঞাপনচিত্র দেখতেন তখন অনন্যার খুব ইচ্ছে হতো অভিনয় করার। কিন্তু স্বপ্নের কথা কাউকে বলেননি। নাচ শিখতেন ছেলেবেলা থেকেই। অনন্যার মা শিখা রায়ও চাইতেন মেয়ে ভালো নাচ শিখুক, সেই চিন্তা থেকেই অনন্যাকে ভর্তি করে দেন নাচের স্কুলে। শুধু তাই নয় নাচের ক্লাশে তিনিই নিয়ে আসার কাজটি নিয়মিত করতেন। স্কুল মিস করলেও নাচের ক্লাশ কখনো মিস করতেন না অনন্যা। নাচতেনও ভালো। বিটিভিতে প্রচারিত পদ্মকুঁড়িতে অংশগ্রহণ ছাড়াও স্কুল প্রতিযোগিতায় নেচে প্রশংসাও কুড়িয়েছেন। 

এই শেখা প্রসঙ্গে অনন্যা বলেন, আমি ছেলেবেলা থেকে নাচ শিখতাম। মা আমার নাচের জন্য অনেক চেষ্টা করেছেন। মিডিয়ার কারো সঙ্গে আমাদের যোগাযোগ ছিল না। যখন প্রাপ্ত বয়েসে এসে পৌঁছলাম, আমার বিয়ে হয়ে গেল। কিন্তু কিছুতেই সাংস্কৃতিক অঙ্গনকে ভুলতে পারছিলাম না। মনে হলো আমার মিডিয়ায় কিছু একটা করা দরকার। এই অঙ্গনে কাজের জন্য একটা প্ল্যাটফর্ম খুঁজতে ছিলাম। মেয়েরা বেশিরভাগই গৃহিণী হয়ে যায়। অনেকে আবার বিভিন্ন সেক্টরে কাজ করছে। আমারও ইচ্ছে হলো ঘরে না বসে থেকে কিছু একটা করি। সেই চিন্তা থেকেই এখানে কাজ করা।

আর এখানে কাজ করার ব্যাপারে তাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছেন তার পরিবার। পড়াশোনার ক্ষতি হবে ভেবে অনেকদিন কাজ করেন নি তিনি। বর্তমানে পড়াশোনার চাপ নেই, তাই এই সময়ে এসে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছেন তিনি। সবার সহযোগিতা পেলে অবশ্যই ভালো কিছু করতে পারবো। 

মডেলিংয়ের পাশাপাশি দুটি  নাটকে অভিনয় করেছেন তিনি। একটি রাহাত মাহমুদের পরিচালনায় প্রিয়তমা অন্যটি মর্নিংওয়াক। নাটক দুটিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। প্রিয়তমা নাটকে সহশিল্পী ছিলেন সজল। মর্নিংওয়াক নাটকে সহশিল্পী ছিলেন ইরফান সাজ্জাদ।

বড়োপর্দায় কাজ প্রসঙ্গে অনন্যা বলেন, সবারই স্বপ্ন থাকে বড়োপর্দায় কাজ করার আমিও এর বাইরে নই।  আমি এখনো অভিনয় শিখছি, আরেকটু অভিজ্ঞতা হোক তারপর বড়োপর্দা নিয়ে চিন্তা করবো। আপাতত বড়ো পর্দা নিয়ে ভাবছি না

বিজ্ঞাপনচিত্র প্রসঙ্গে বলেন, বেশকিছু কাজ করেছি, আগামীতে আরো কয়েকটি কাজের কথা চলছে। তবে ভালো কাজ হলে অবশ্যই করবো। 

ওটিটি প্ল্যাটফর্ম প্রসঙ্গে বলেন, এখন তো এটারই জোয়ার বইছে, তবে সব ওটিটি বা ওয়েব সিরিজে কাজ করতে চাই না, যেসব সিরিজগুলোতে গল্প রয়েছে, সেইসব সিরিজ করতে চাই। তার আগে প্রস্তুতিটা জরুরী। এখানে কাজ করার জন্য নিজেকে তৈরি করছি।  

মিডিয়াতে কাজ করা প্রসঙ্গে অনন্যা বলেন পৃথিবীতে এলাম, এক পর্যায় চলে গেলাম, এটা কেমন দেখায়, আমারও সমাজে কিছু দেয়ার রয়েছে, সেই চিন্তা থেকে মনো হলো আমি যেহেতু নাচ জানি তাহলে মিডিয়ায় কিছু একটা করি । সেই চিন্তা থেকেই মিডিয়াতে আসা।

অনন্যা মনে করেন আত্মবিশ্বাস মানবজীবনে বড়ো ভূমিকা রাখে। যদিও বরাবরই নিজের প্রতি আত্মবিশ্বাস রয়েছে অনন্যার, তারপরও প্রতিযোগিতায় অংশ নিয়ে আত্মবিশ্বাসের পাল্লাটা আরো ভারি হয়েছে। এই প্রসঙ্গে অনন্যা বলেন গুণীদের মুখে প্রশংসারবাণী শুনে এই অঙ্গনের প্রতি আরো ভালোবাসা বেড়ে গেছে। কী সেই প্রশংসা? অনন্যা বলেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যারা বিচারক ছিলেন তারা আমাকে সবসময় উৎসাহ দিতেন, বলতেন তোমার উচ্চতা ভালো, দেখতে সুন্দর, অভিনয়ও ভালো। এখানে যদি তুমি লেগে থাকো তাহলে অনেক দূর যেতে পারবে। গুণীজনদের প্রশংসারবাণী হৃদয়ে ধারণ করে এগিয়ে যাচ্ছেন অনন্যা। 

অভিনয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সিনিয়রদের অভিনয় দেখে অভিনয়টা রপ্ত করেছেন অনন্যা। এদের মধ্যে যাদের অভিনয় ভালো লাগে তারা হলেন সুবর্ণা মোস্তাফা, আফসানা মিমি, শমী কায়সার, আসাদুজ্জামান নূর, তারিন, মেহজাবীন, তানজিন তিশা, আরফান নিশো প্রমুখ।

নাচ নিয়ে ক্যারিয়ার শুরু হলেও এখন আর আগের মত করা হয় না। তবে মাঝে মাঝে নাচের চর্চা করেন। 

আগামীদিনের পরিকল্পনা প্রসঙ্গে অনন্যা বলেন সবে তো শুরু করলাম। যেতে হবে বহুদূর। আগামীতে আরো ভালো ভালো কাজ করে যেতে চাই। 

ছেলেবেলায় পূজা উদ্যাপন প্রসঙ্গে অনন্যা বলেন সেই সময় অনেক আনন্দ করতাম। বড়ো হওয়ার পর সেই আনন্দটা আর আসে না। ছেলেবেলায় পূজায় দুটি পোশাক কেনা হতো। সেই সময় কেনার মধ্যে যে আনন্দটা পেতাম এখন পূজায় অনেকগুলো পোশাক পাওয়ার পরেও সেই আনন্দটা আর পাই না। হয়তোবা আমি বড়ো হয়ে গিয়েছি। এবারের পূজার পরিকল্পনা প্রসঙ্গে বলেন, সব কাজ বাদ দিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাবো। পূজা ম-পগুলোতে একসঙ্গে ঘুরতে বের হবো । 

ছবি : জাকির হোসেন

পোশাক : মাশফিয়া ফেব্রিকস

রূপসজ্জা : সামির হামজা



প্রোফাইল

নাম : অন্যন্যা সাহা

জন্ম : ২৯ আগস্ট

উচ্চতা : ৫ ফুট ৯ ইঞ্চি 

পড়াশোনা : ¯œাতক সম্মান

মা : শিখা রায়

বাবা : অশোক রায়

ভাইবোন : দুইবোন, বড়ো

প্রিয় অভিনয়শিল্পী :শাবানা, রাজ্জাক, সুবর্ণা মোস্তাফা, শাবনূর, মৌসুমী, আসাদুজ্জামান নূর আরো অনেকে

প্রিয় মডেল : বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, মেহজাবীন

প্রিয় সময় : রাত

প্রিয় খাবার : চাইনিজ ফুড

প্রিয় রঙ : নীল

ভালো : নাচ করতে

অবসর সময় : রান্না করি ও পড়াশোনা করি