একের পর এক আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উপহার দিয়ে ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এ প্রতিষ্ঠানের ব্যানারে বেশ কিছু ব্যবসাসফল ও জনপ্রিয় ছবি মুক্তি পায়। জাজের হাত ধরে এই জগতে নাম লিখিয়ে অনেকে আজ তারকা বনে গেছেন। এরই ধারাবাহিকতায় এবার প্রতিষ্ঠানটির মাধ্যমে নতুন এক নায়িকার যাত্রা শুরু হতে চলেছে।
নতুন এই নায়িকার নাম এখনই জানাতে চান না জাজের কর্ণধার আব্দুল আজিজ। কারণ, ইতোমধ্যে জাজের এবারের নতুন মুখ কে ? এমন প্রশ্ন রেখে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে একটি ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর সঠিক উত্তরদাতার মধ্য থেকে তিনজনকে দেওয়া হবে যথাক্রমে দশ হাজার, সাড়ে সাত হাজার ও পাঁচ হাজার টাকা পুরস্কার।
ইতোমধ্যে জাজ মাল্টিমিডিয়া নতুন এই নায়িকার সঙ্গে চুক্তি করেছে। ২৬ ফেব্রুয়ারি থেকে চলবে ছবির শুটিং। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা বিবেচনা করে আরো তিনজন নতুন নায়িকা প্রয়োজন। যারা নিজেদের যোগ্যতা ও গুণে মাহি, ফারিয়া বা পূজার মতো শক্ত অবস্থান তৈরি করতে পারবেন। বর্তমানে ইন্ডাস্ট্রিতে যত নায়িকা আছেন, তাদের মধ্যে মাত্র দুজনের উপর আস্থা রাখতে পারে পরিবেশকেরা। কিন্তু, ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্তত ৫ জন আস্থাসম্পন্ন নায়িকা প্রয়োজন। চলচ্চিত্রের স্বার্থের কথা মাথায় রেখে, গতকাল জাজ মাল্টিমিডিয়া একজন ‘নতুন মুখ’-এর সঙ্গে চুক্তি করে।
নতুন এই নায়িকা নিয়ে চলতি বছরে তিনটি চলচ্চিত্র নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। চলচ্চিত্রের নাম, নায়ক ও পরিচালক ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। করোনা পরিস্থিতি শিথিল হলে, জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন নায়িকার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন বলেও জানান আব্দুল আজিজ।