১৭ জুন, ২০২৪ কোরবানি ঈদ উপলক্ষে সারাদেশে মুক্তি পায় শাকিব খান অভিনীত ছবি 'তুফান'। এরপর একে একে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমান, মালয়েশিয়া ও ভারতে মুক্তি পায় 'তুফান'। প্রায় সব জায়গাতেই ভালো ব্যবসা করে সিনেমাটি।
এবার দেশ ও দেশের বাইরে ওটিটি প্ল্যাটফর্মে 'তুফান' মুক্তি পাচ্ছে। জানা যায়, ১৯ সেপ্টেম্বর দেশের চরকি আর ভারতের হইচইয়ে একসঙ্গে শাকিব খান অভিনীত ও রায়হান রাফী নির্মিত ব্লকবাস্টার ছবিটি দেখা যাবে। দর্শকদের ব্যাপক আগ্রহের কারণেই 'তুফান' ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
'তুফান' সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। ছবিতে দেশের অন্যান্য অভিনয়শিল্পীও অভিনয় করেছেন।