উদ্বোধন হলো বালুচর ফ্যাশন হাউজ টাঙ্গাইল শাখা

23 Jan 2024, 04:11 PM ফ্যাশনভুবন শেয়ার:
উদ্বোধন হলো বালুচর ফ্যাশন হাউজ টাঙ্গাইল শাখা


১৬ জানুয়ারি ২০২৪ উদ্বোধন হলো বালুচর টাঙ্গাইল শাখার। শুভ উদ্ভোধন উপলক্ষে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন। আরো উপস্থিত ছিলেন সৈয়দ যুবায়ের আবদুল্লাহ [ডিরেক্টর টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি], আমিনুর রহমান আমিন [কাউন্সিলর টাঙ্গাইল পৌরসভা]। এছাড়া উপস্থিত ছিলেন আজিজ সুপার মার্কেট, শাহাবাগ, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, টাঙ্গাইল সদর-এর বিশিষ্ট ব্যক্তিবর্গসহ আরো অনেকে। সবাইকে উদ্বোদনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক অভিনন্দন জানান বালুচর ফ্যাশন হাউজের ব্যবস্থাপনা পরিচালক শাহীন চৌধুরী।

টাঙ্গাইল শাখার নতুন শোরুম উদ্বোদনী উপলক্ষে চলছে সকল নতুন পণ্যের উপর ২০% ছাড়।

শাহীন চৌধুরী বলেন, ‘শীত উপলক্ষে একাধিক নতুন ডিজাইনের পাঞ্জাবি ও কটির বিশাল সমাহার রয়েছে বালুচরের সব শো-রুমে। সুতিসহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পাঞ্জাবি ও কটির ডিজাইনে রয়েছে তারুণ্যের আমেজ। ডিজাইন করা হয়েছে অ্যামব্রয়ডারি, প্রিন্ট, হাতের কাজসহ নানা মাধ্যমে। রঙেও আনা হয়েছে বৈচিত্র্য। এছাড়া কাটিংয়েও আছে নতুনত্ব। বালুচর সবসময় ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক তৈরি করে থাকে। আমরা মূলত পাঞ্জাবি এবং কটিকে বেশি ফোকাস করি। বালুচর পাঞ্জাবি ও কুর্তার জন্য প্রসিদ্ধ একটি ফ্যাশন হাউজ। ’

এবার শীতে বেচা-বিক্রি কেমন জানতে চাইলে বলেন, ‘দেশের রাজনৈতিক অবস্থা, নির্বাচন এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সার্বিক পরিস্থিতি মিলিয়ে এবার আমাদের বেচা-বিক্রি আশানুরূপ হয়নি। আমাদের যেরকম বিক্রি হওয়ার কথা ছিল সবকিছু মিলে সেরকম সাড়া পাইনি এবারের শীতে। আশা করছি, সামানে ঈদ আসছে, কাপড়ের ব্যবসা যেহেতু উপলক্ষভিত্তিক তাই ঈদে অবশ্যই ভালো কিছু করবো ইনশাআল্লাহ।’ 

বালুচর ফ্যাশন হাউজ খুচরা ও পাইকারি মুল্যে পোশাক বিক্রি করে থাকে। ঢাকার আজিজ সুপার মার্কেটে বালুচরের ৩ টি শো-রুম রয়েছে। এছাড়া গাজীপুর, মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলের নতুন শো-রুমসহ সারাদেশে মোট ৬টি শাখা রয়েছে তাদের। সামনে আরো শাখা বাড়ানোর পরিকল্পনা আছে তাদের। এলাকাভিত্তিক ভালো সাড়া পাওয়ার কারণে বিভাগীয় শহরগুলোতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী আরো শো-রুম বাড়ানোর পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে দেশের ঐতিহ্যবাহী বালুচর ফ্যাশন হাউজ।

লেখা : শহিদুল ইসলাম এমেল