গত বছর চলচ্চিত্র অঙ্গনের বেশ ক’জন শিল্পী তাদের সাবলীল অভিনয় দিয়ে আলোচনায় ছিলেন। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম...
শাকিব খান
২০২৩ খ্রিষ্টাব্দের সবচেয়ে আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি দর্শক পছন্দের শীর্ষে ছিল। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের দেওয়া তথ্যমতে, সিনেমাটির প্রায় ৪০ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে। ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে মাল্টিপ্লেক্সে চাহিদা তৈরি হয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের।
আরিফিন শুভ
এবছর ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন আরিফিন শুভ। দেশ-বিদেশের রেকর্ড সংখ্যক হলে সিনেমাটি মুক্তি পায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমাটি গত বছরের ১৩ অক্টোবর বাংলাদেশে মুক্তি পায়। দেশে মুক্তির আগে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর বাণিজ্য শাখায় সিনেমাটির প্রথম প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। আরিফিন শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার : মিশন এক্সট্রিম ২’ সিনেমাটিও দর্শকের আলোচনায় ছিল।
আফরান নিশো
গেল বছর বড়োপর্দায় অভিষেক হয় দীর্ঘদিন ছোটোপর্দা ও ওটিটি প্লাটফর্মে কাজ করা অভিনেতা আফরান নিশোর। রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি আলোচিত ও ব্যবসাসফল হয়েছে। সিনেমার নায়ক হিসেবে দারুণ সূচনা করেছেন নিশো। তবে কিছু বক্তব্যের কারণে শাকিব ভক্তদের কাছে অনেক ট্রলের স্বীকার হন নিশো।
শবনম বুবলি
বছরজুড়ে আলোচনা সমালোচনার মধ্যেই ছিলেন অভিনেত্রী শবনাম বুবলী। গেল বছর বেশ কয়েকটি সিনেমা দিয়ে আলোচনায় ছিলেন তিনি। এরমধ্যে তপু খানের পরিচালনায় ‘লিডার : আমিই বাংলাদেশ’, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’, সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’, সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’তে অভিনয় করেছেন তিনি। সিনেমাগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে আলোচিত হন এই অভিনেত্রী।
নুসরাত ইমরোজ তিশা
শ্যাম বেনেগাল নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
পূজা চেরি
পুরো বছরে মুক্তি পাওয়া একটি মাত্র সিনেমা দিয়ে দর্শকের আলোচনায় ছিলেন চিত্রনায়িকা পূজা চেরি। নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ সিনেমায় দর্শকরা তাকে বেশ পছন্দ করেছে।
মাহফুজ আহমেদ
মাহফুজ আহমেদ অভিনীত চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে দীর্ঘ ৮ বছর পর নতুন কোনো সিনেমায় দেখা গেছে মাহফুজ আহমেদকে। সিনেমাটি দেশ-বিদেশের দর্শকরা বেশ প্রশংসা করেছে।
হৃদি হক
হৃদি হক পরিচালিত প্রথম সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’ দর্শকরা বেশ পছন্দ করেছে। সিনেমাটি নতুন প্রজন্মের পাশাপাশি সব ধরনের দর্শকদের মন জয় করেছে। দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে সিনেমাটি। সিনেমায় সজলের অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।