১২ থেকে ১৮ জানুয়ারি ২০২৪ ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভাল ২০২৪’। এবারের ২০তম আসরে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র স্থান পেয়েছে। ছবিগুলো হলো নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’, নূর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ এবং সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’।
খন্দকার সুমনের ‘সাঁতাও’ ছবির গল্প এগিয়েছে পুতুল এবং তার প্রিয় গাভিকে কেন্দ্র করে। একই সময়ে পুতুল ও গাভিটি গর্ভধারণ করে। কিন্তু দুর্ভাগ্যবশত পুতুল তার শিশুসন্তান হারায় আবার প্রসবের পরে গাভিটিও মারা যায়। এত কষ্টের মাঝে পুতুল মাতৃত্বের নতুন অনুভূতি খুঁজে পায় তার অনাথ বাছুর লালুর মাঝে। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘সাঁতাও’।
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। সম্প্রতি চলচ্চিত্রটি ‘অ্যামাজন প্রাইম ভিডিও’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। বাংলাদেশ থেকে এটি দেখা যাবে বায়োস্কোপে।
মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত ‘পাতালঘর’-ছবিতে অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু প্রমুখ।
খুলনার দক্ষিণাঞ্চলের একটি গ্রামের কয়েকটি চরিত্র নিয়ে গড়ে উঠেছে ‘নোনা পানি’ সিনেমাটি। কাহিনি বিন্যস্ত হয়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে তাদের দৈনন্দিন জীবন নিয়ে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জয়িতা, বিলকিস বানু, রুবেলসহ আরো একঝাঁক অভিনয়শিল্পী।