‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে অসাধারণ অভিনয় করে খ্যাতি অর্জন করা অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন এবার ‘এষা মার্ডার’ নামে নতুন একটি ছবিতে অভিনয় করতে চলেছেন। কপ ক্রিয়েশনস ও বিঞ্জ অ্যাপের যৌথ প্রযোজনায় ‘এশা মার্ডার : কর্মফল’ ছবিটি নির্মাণ করবেন সানী সানোয়ার। ২১ নভেম্বর বনানীর একটি রেস্টুরেন্টে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা সানী সানোয়ার।
‘রেহানা মরিয়ম নূর’ ছবির পর বাঁধন বেশকিছু ছবি ও ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। সেগুলোতে সাবলীল অভিনয় করার কারণে তাঁর প্রতি ভক্ত-দর্শকদের আগ্রহ বহুগুণ বেড়ে গিয়েছে।
ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’, ‘গুটি’ এবং বলিউড ছবি ‘খুফিয়া’র পর নতুন কোন ছবি হাতে নেন বাঁধন, সেটার অপেক্ষায় ছিলেন সবাই। নতুন ছবি ‘এশা মার্ডার : কর্মফল’-এ অভিনয়ের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হলো বাঁধন ভক্তদের। চঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্যের গল্প নিয়ে তৈরি হবে ‘এশা মার্ডার : কর্মফল’ ছবিটি।
ছবিতে বাঁধন ছাড়াও আরো অভিনয় করবেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্তসহ আরো অনেকে।
জানা যায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে এবং আগামী বছর রোজার ঈদে মুক্তি দেওয়া হবে।