দুই বাংলার নন্দিত চিত্রনায়িকা জয়া আহসান বাংলা ছবির পাশাপাশি অনেক আগেই ইরানি ছবিতে অভিনয় করেছেন। মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ নামের ওই ইরানি ছবিটি এবারের ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে।
মুর্তজা অতাশ জমজম পরিচালিত ছবিটিতে একজন সাহসী ও সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সম্প্রতি ‘ফেরেশতে’ সিনেমার পোস্টার প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ও ইরান দুই দেশেই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। ‘ফেরেশতে’ ছবি ছাড়াও ‘কড়ক সিং’, ‘অর্ধাঙ্গিনী’ ও ‘পুতুল নাচের ইতিকথা’সহ চারটি ছবি প্রদর্শিত হবে এবারের উৎসবে। গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর আগেও জয়ার ছবি স্থান পেয়েছে। গত বছর জয়ার ‘নকশীকাঁথার জমিন’ ছবিটি অনেক সাড়া ফেলেছিল।
প্রতিবছর নভেম্বরের শেষের দিকে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হয়ে আসছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া [আইএফএফআই], যা গোয়া চলচ্চিত্র উৎসব নামেই বেশি পরিচিত। এবারের উৎসবটি ২০ নভেম্বর ২০২৩ শুরু হয়ে, শেষ হবে ২৮ নভেম্বর।