সংগীতশিল্পী নাদিরা বেগম মৃত্যুবরণ করেছেন

07 Nov 2023, 02:28 PM সারেগারে শেয়ার:
সংগীতশিল্পী নাদিরা বেগম মৃত্যুবরণ করেছেন


ভাওয়াইয়াপল্লীগীতিলোকগীতির জনপ্রিয় কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম মৃত্যুবরণ করেছেন [ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন]।

৬ নভেম্বর২০২৩ সোমবার রাত ৯ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই দিন রাতে গণমাধ্যমকে এ তথ্য জানানভাওয়াইয়া গানের শিল্পীগীতিকার ও সংগঠক একেএম মোস্তাফিজুর রহমান। তার মরদেহ রাতেই তার গ্ৰামের বাড়ি জয়পুরহাটে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই দাফন শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

হার্টের অসুস্থতার কারণে তিনি গত তিন সপ্তাহ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় [বিএসএমএমইউ] হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে একই হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়।

উল্লেখরেডিও ও টেলিভিশনের তালিকাভুক্ত কন্ঠশিল্পী নাদিরা বেগম  ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ভাওইয়া ছাড়াও তিনি পল্লীগীতি ও লোকগীতির বহু জনপ্রিয় গান গেয়েছেন।