সরকারি অনুদানে নির্মিত ছবি ‘যুদ্ধ জীবন’র শুটিং শুরু হয়েছে। এ ছবিতে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী নাবিলা। চট্টগ্রাম থেকে এর শুটিং শুরু করেছেন বলে জানিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। ছবিটি পরিচালনা করছেন রিফাত মোস্তফা টিনা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর [বর্তমান] অধ্যাপক ড. শিরীন আক্তারের মেয়ে।
নির্মাতা রিফাত মোস্তফা টিনা বলেন, ‘যুদ্ধ জীবন’ মূলত আমার মা অধ্যাপক ড. শিরীন আক্তার রচিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। এর চিত্রনাট্য করেছেন মহি মহিউদ্দিন। প্রথম লটে আমরা টানা সাত-আটদিন শুটিং করব। আগামী মাসে দ্বিতীয় লটে আমরা দশদিন শুটিং করবো আশা রাখছি।’
ফেরদৌস আহমেদ বলেন, “এর আগে মুক্তিযুদ্ধের সময়কালীন গল্প নিয়ে নির্মিত ‘দামপাড়া’ সিনেমার জন্য কাজ করেছিলাম চট্টগ্রামে। দ্বিতীয়বারের মতো পুরো কোনো সিনেমার কাজ করছি চট্টগ্রামে। এ সিনেমার গল্প গত শতকের আটের দশকের পরবর্তী সত্য একটি ঘটনা অবলম্বনে।”