বেশকিছু দিন ধরেই চিত্রনায়িকা পরীমনি ও নায়ক শরিফুল রাজের দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না। যার কারণে কয়েক মাস আগে থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা। কিছুদিন আগে তারা দু’জনই জানিয়েছিলেন, একসঙ্গে আর থাকতে চান না। যার কারণে তাদের বিচ্ছেদ ছিল সময়ের ব্যাপার মাত্র। আর এবার সেটাই আনুষ্ঠানিক বিচ্ছেদে রূপ পেল। স্বামী শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমনি। ডিভোর্স লেটার পাঠানোর মাধ্যমে দুই তারকার সংসারে বিচ্ছেদের ঘণ্টাও বেজে গেল। ১৮ সেপ্টেম্বর ২০২৪ পরীমনি রাজের উদ্দেশ্যে বিচ্ছেদের নোটিশ পাঠান। এরই মধ্যে ডিভোর্স লেটারটিও গণমাধ্যমের হাতে চলে আসে। উল্লেখ্য, চলতি বছরের ১০ জানুয়ারি সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর পরীমনি জানান, রাজকে তিনি গোপনে ২০২১ খ্রিষ্টাব্দের ১৭ অক্টোবর বিয়ে করেছিলেন। এর পর চলতি বছর ২১ জানুয়ারি হয় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান এবং ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের আবার বিয়ে হয়। ১০ আগস্ট তাদের সংসারে আসে পুত্রসন্তান। সন্তানের নাম রাখেন শাহীম মুহাম্মদ রাজ্য।