কাজী শাহেদ আর নেই

29 Aug 2023, 02:15 PM শ্রদ্ধাঞ্জলি শেয়ার:
কাজী শাহেদ আর নেই

আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদ মৃত্যুবরণ করেছেন। [ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন]। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে জানা যায়, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মঙ্গলবার বাদ-জোহর ধানমন্ডি ৭ মসজিদ মাঠে ও বাদ আছর গুলশান আজাদ মসজিদে কাজী শাহেদের দুটি জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

কাজী শাহেদ আহমেদ ১৯৪০ খ্রিষ্টাব্দের ৭ নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন। ইঞ্জিনিয়ারিং পাসের পর তিনি ১৪ বছর সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন তিনি। 

১৯৭৯ খ্রিষ্টাব্দে ‘জেমকন গ্রুপ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি ব্যবসায়িক জীবন শুরু করেন। তিনি দীর্ঘদিন ‘খবরের কাগজ’ ও ‘আজকের কাগজ’-এর প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করেন। বেশ কয়েকটি গ্রন্থের লেখকও তিনি।