গত শতকের নয়ের দশকে দাপুটে অভিনয়শিল্পী ছিলেন শমী কায়সার। অবশ্য এখন তাকে অভিনয় করতে খুব একটা দেখা যায় না। তিনি এখন ব্যস্ত সময় পার করছেন ব্যবসা–বাণিজ্যবিষয়ক সভা, সেমিনার, রাজনৈতিক কর্মকাণ্ড এবং উদ্যোক্তা সম্মেলন নিয়ে। তবে তার অগণিত ভক্ত শ্রোতাদের জন্য নতুন খবর হচ্ছে শমী কায়সারকে আবার চলচ্চিত্রের অঙ্গনে দেখা যাবে। তবে, তাকে ছবিতে অভিনয়শিল্পী হিসেবে দেখা যাবে না। তিনি ছবিটি প্রযোজনা করবেন।
২০১৮-১৯ অর্থবছরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত ছবি ‘দিগন্তে ফুলের আগুন’। চলচ্চিত্রটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। 'দিগন্তে ফুলের আগুন' ছবির আগে তিনি ‘আলগা নোঙর’ নামের একটি ছবি নির্মাণ করছেন। ‘দিগন্তে ফুলের আগুন’ ছবির মাধ্যমে শমী কায়সারের মা পান্না কায়সারের দৃষ্টিকোণ থেকে তার বাবা শহীদুল্লা কায়সারকে তুলে ধরা হবে। ছবিতে শহীদুল্লা কায়সারের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার এবং পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মিম। ১ আগস্ট মঙ্গলবার ঢাকার ইস্কাটনের একটি বাড়িতে এই ছবির শুটিং শুরু হয়