ঈদে দেশে মুক্তি পায় ‘প্রিয়তমা' ও 'সুড়ঙ্গ’ সিনেমা। এরপর সিনেমা দুটি বিদেশেও মুক্তি দেওয়া হয়। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে মাহফুজ আহমেদ অভিনীত সিনেমা 'প্রহেলিকা'।
সিনেমাটি আগামী ৫ আগস্ট ২০২৩ অস্ট্রেলিয়ার ৬টি শহরে মুক্তি পাবে। সিনেমা মুক্তি উপলক্ষে ইতোমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন মাহফুজ আহমেদ।
চয়নিকা চৌধুরী পরিচালিত 'প্রহেলিকা' সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে দীর্ঘ ৮ বছর পর বড়ো পর্দায় অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। সিনেমায় তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন শবনম বুবলি।
রঙ্গন মিউজিক প্রযোজিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। এতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ আরও অনেকেই।