বিয়ের পিঁড়িতে ফারিয়া শাহরিণ

23 Jul 2023, 01:45 PM আকাশলীনা শেয়ার:
বিয়ের পিঁড়িতে ফারিয়া শাহরিণ

ক্যারিয়ারের শুরু থেকেই মডেলিং ও অভিনয় দক্ষতা দিয়ে সবার নজরে আসেন ফারিয়া শাহরিণ। কাজের ব্যাপক সুযোগ থাকা সত্ত্বেও কখনোই তিনি স্রোতের জোয়ারে গা ভাসিয়ে কাজ করেননি। যার ফলে পর্দায় নিয়মিত দেখা যায়নি এই অভিনেত্রীকে। আবার পড়াশোনার জন্যেও মাঝে মাঝে বিরতি নিতে দেখা গেছে তাকে। পড়াশোনা শেষ করে অভিনয়ে নিয়মিত হন। সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম...


৭ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ, ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট দিয়ে বিয়ের তথ্য জানান মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিণ। তবে কবে বিয়ে করেছেন, বর কে, সে বিষয়ে কিছু জানাননি।

ছবির ক্যাপশনে ফারিয়া শাহরিণ লিখেছেনÑ ‘আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে ২০২১ খ্রিষ্টাব্দের ১৯ ফেব্রুয়ারি চার বছরের প্রেমকে বাস্তবে রূপ দিতে বাগদান করেন ফারিয়া শাহরিণ। বরের নাম মাহফুজ রায়ান। ধানমন্ডির বাসিন্দা রায়ান একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে কর্মরত। দুই পরিবারের সম্মতিতে এই বাগদান সম্পন্ন হয়। বাগদান প্রসঙ্গে ফারিয়া বলেছিলেন, ‘আমরা একে অপরকে কয়েক বছর ধরেই চিনি। চার বছর প্রেম করেছি। এরপর দু’জনে মিলে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসায় দুই পরিবার পূর্ণ সমর্থন দিয়েছে। আশা করছি, বছরের শেষে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’

সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে আবারো দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। প্রেমিকের সঙ্গেই ফারিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কি না তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে জানতে চাইলে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি তাকে।

ফারিয়া জানান, পরিবার থেকে কয়েক বছর ধরেই বিয়ের জন্য চাপ দিচ্ছিল। কিন্তু পড়াশোনা শেষ করার জন্য পরিবার থেকে সময় চেয়েছিলেন তিনি। মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিংয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর আবার অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েন। পরিবারের চাপ এবং নিজের তাগিদ থেকে এই সময়ে বিয়ের ব্যাপারে সম্মত হন তিনি। নতুন জীবন শুরুর আগে ফারিয়া বলেন, ‘আমি সবার কাছে দোয়া চাই, সারাজীবন একসঙ্গে যেন থাকতে পারি, সেই চিন্তা থেকে এই মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি।’

ফারিয়া শাহরিণ ২০০৭ খ্রিষ্টাব্দে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন। সুন্দরী হওয়ার পরপরই মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে পরিচিতি লাভ করেন।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নাটক, বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে নিজের নামের প্রতি সুবিচার করেন। ছোটোপর্দার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বড়োপর্দায়ও নাম লেখান তিনি। তবে সিনেমাটি তেমন একটা দর্শক টানতে পারেনি। এরপর পড়াশোনার জন্যে দীর্ঘ বিরতি নেন এই অভিনেত্রী। পড়াশোনা শেষ করে আবার অভিনয়ে নিয়মিত হন। পাশাপাশি একটি ব্যবসায়ও খোলেন। বর্তমানে নাটকেই বেশি ব্যস্ত সময় পার করছেন তিনি। এই বছরে প্রচারিত নাটকগুলো প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘বর্তমান সময়ে যেসব নাটকে কাজ করছি সেই নাটকগুলো থেকে এতই ভালো রেসপন্স পাচ্ছি, মনে হচ্ছে এই অঙ্গনে নতুন এসেছি।’

অভিনয়ের পাশাপাশি ফারিয়া শাহরিণ ব্যবসাও শুরু করেছেন। ব্যবসা মূলত অনলাইনে পণ্য বিক্রির। নাম ‘কমপ্লিমেন্ট ইয়োর মিরর’। যেখানে শুধু মেয়েদের কসমেটিক্স থেকে শুরু করে টি-শার্ট ও জুতা পাওয়া যাবে।

কিছুদিন আগে ফারিয়া আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরু করেন। ব্যবসায় প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘আমরা মাঝে মাঝে নিজেকে মূল্যায়ন করতে ভুলে যাই। জীবন নিয়ে হতাশা কাজ করে। অতিরিক্ত চিন্তা করি। কিন্তু নিজেকে মূল্যায়ন করলে যে কেউ নিজের আত্মবিশ্বাস ফিরে পায় ! তখন বুঝতে পারে যে, সে নিজেও সুন্দর। কাজে পারদর্শী। ‘কমপ্লিমেন্ট ইয়োর মিরর’ মানে নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে নিজে মূল্যায়ন করো।’

ফারিয়া জানান, ‘তার চাকরি করাটা খুব বেশি ভালো লাগে না। ছোটো থেকেই ইচ্ছে ছিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার। সেই ভাবনা থেকেই ব্যবসা শুরু করেছেন। কম মূলধন নিয়ে ছোটো পরিসরে ব্যবসা আরম্ভ করেছেন। রেসপন্সের উপর নির্ভর করছে ভবিষ্যতে ব্যবসার পরিধি বৃদ্ধির।’

ফারিয়া শাহরিণ বলেন, ‘মিডিয়ায় কাজ করি ভালো লাগা থেকে। যতদিন আমার গ্ল্যামার থাকবে মিডিয়া ততদিন আমাকে চিনবে, গ্ল্যামার শেষ হলে আর কেউ ডাকবে না আমাকে। এটাই মিডিয়ার কঠিন বাস্তবতা। ব্যবসা শুরুর নেপথ্যে এই ভাবনাও কাজ করেছে।’

সাদা মানুষ নাটকে অভিনয় করে ব্যাপক আলোচিত হন ফারিয়া শাহরিন। সেই কাজের প্রশংসা ফারিয়ার মন ছুঁয়ে গেছে। পরে তিনি অভিনয়ে আরো সিরিয়াস হন। তবে তার আক্ষেপও রয়েছে, মনমতো চিত্রনাট্য খুব একটা পান না বলে।

আগের যেকোনো সময়ের চেয়ে অভিনয় নিয়ে আত্মবিশ্বাস অনেক বেড়েছে ফারিয়ার। সেইমতো গল্প, চিত্রনাট্য ও চরিত্র পেলে দর্শককে অবশ্যই ভালো অভিনয় উপহার দিতে পারবেন বলে জানান তিনি।