এবারের ঈদুল আযহায় যেক‘টি ছবি মুক্তি পেয়েছে, প্রতিটি ছবিই কমবেশি সিনেমা হলে দর্শক টেনেছে। এরমধ্যে ক্যাসিনো ছবিটিও বেশ ভালো যাচ্ছে। দেশের পাশাপাশি কয়েকটি ছবি বিদেশেও মুক্তি পায় এবং দর্শকপ্রিয়তাও পায়। এরই ধারাবাহিকতায় এবার বিদেশে মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবিটি। ২৬ আগস্ট ২০২৩ ক্যাসিনো ছবিটি অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও বুবলী। ছবিটি প্রযোজনা করেছেন রাজিব সরোয়ার। ছবিটি প্রসঙ্গে অভিনেতা নিরব বলেন, খুব ভালো একটি গল্পের ছবি ক্যাসিনো। নির্মাণও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শক চলচ্চিত্রটি ভালোভাবে নিয়েছে। আশা করছি দেশের বাইরের দর্শকদেরও ছবিটি ভালো লাগবে।
বুবলী বলেন, ক্যাসিনো ছবিটি দেশের দর্শকের মতো বাইরের দেশের দর্শকরা সিনেমাটি পছন্দ করবে।
ছবিটির গল্প লিখেছেন আবদুল্লাি জহির। চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান।