‘এমআর-৯’ সিনেমাটি নির্মিত হয়েছে জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস ‘মাসুদ রানা: ধ্বংসপাহাড়’ অবলম্বনে । এটি পরিচালনা করেছেন আসিফ আকবর। সিনেমাটি ২৫শে আগস্ট মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ প্রযোজনার একটি ছবি। সিনেমাটির টিজার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। টিজারে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে বাংলাদেশি অভিনেতা এবিএম সুমনকে। গোয়েন্দা মাসুদ রানার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তিনি ছাড়াও হলিউড ও বলিউডের বেশকিছু তারকা অভিনয় করেছেন 'এমআর৯' এ। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ফ্র্যাংক গ্রিলো, মাইকেল জাই হোয়াইট, ওলেগ প্রুডিয়াস, নিকো ফস্টার। 'এমআর৯' ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিষেক হচ্ছে ফ্র্যাংক গ্রিলোর ছেলে রেমি গ্রিলোর। ছবিতে আরও আছেন বলিউডের ‘পয়জন’ খ্যাত অভিনেত্রী সাক্ষী প্রধান, ‘থ্রি ইডিয়টস’ খ্যাত ওমি বৈদ্য প্রমুখ। ৮৩ কোটি টাকার বিগ বাজেটে নির্মিত এই ছবিটি বাংলা ও ইংরেজি দুই ভাষায়তেই আলাদা আলাদা শুটিং হয়েছে।