১০ বছর পেরিয়ে ১১ বছরে বিটিএস

13 Jun 2023, 03:21 PM সারেগারে শেয়ার:
১০ বছর পেরিয়ে ১১ বছরে বিটিএস

বিশ্বের প্রায় সব দেশেই প্রচুর জনপ্রিয়তা রয়েছে দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড বিটিএসের। বাংলাদেশেও সমান জনপ্রিয় বিটিএস। ১৩ জুন পথচলার ১০ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পণ করেছে বিটিএস। ১০ম বছর পূর্তি উপলক্ষে ৯ জুন ‘টেক টু’ শিরোনামে একটি গান প্রকাশ করছে বিটিএস। গানটির প্রযোজনায় যুক্ত রয়েছেন সুগা, সুর করেছেন আরএম ও জে হোপ। বিটিএসের অন্যতম সদস্য হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন গায়ক জিমিন জাংকুক। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং গেয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন বিটিএসের সর্বকনিষ্ঠ এই সদস্য। এবার ভক্তদের জন্য দারুণ একটি খবর জানা গেল। জাংকুক নিজের প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন। জাংকুকের অ্যালবামটি ১৪ জুলাই ২০২৩ প্রকাশিত হবে। অন্য ভাষার গানের পাশাপাশি এতে একটি ইংরেজি গানও থাকবে। বিষয়টি নিয়ে স্পষ্ট ঘোষণা না দিলেও ইঙ্গিত দিয়েছে বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক। এর আগে বিটিএসের জে হোপ, জিন, আরএম, জিমিন ও সুগা একক গান ও অ্যালবাম প্রকাশ করেছেন। জাংকুকও এবার একক অ্যালবাম বের করার জন্য তাদের দলে যোগ দিলেন।

উল্লেখ্য, ২০১৩ খ্রিষ্টাব্দের ১২ জুন বিটিএস ব্যান্ডদল যাত্রা শুরু করে।