প্রকাশ এর আবৃত্তি প্রযোজনা 'তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ' মঞ্চস্থ

29 Sep 2022, 02:59 PM আবৃত্তি শেয়ার:
প্রকাশ এর আবৃত্তি প্রযোজনা 'তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ' মঞ্চস্থ

আবৃত্তি দল প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন তাদের প্রতিষ্ঠার ৩২ বর্ষে গত ১৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় নাটমণ্ডলে মঞ্চায়ন করে প্রেম ও ভালোবাসার নির্বাচিত কবিতা নিয়ে আবৃত্তি প্রযোজনা 'তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ'। আবৃত্তিশিল্পী ফয়জুল আলম পাপ্পু'র নির্দেশনায় মঞ্চে প্রকাশ এর আবৃত্তিশিল্পীরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'অনন্ত প্রেম','স্বপ্ন',কাজী নজরুল ইসলামের 'তোমারে পড়িছে মনে',নির্মলেন্দু গুণের 'এবারই প্রথম তুমি','শুধু তোমার জন্য','আকাশ সিরিজ',জীবনানন্দ দাশের 'হায় চিল','কুড়ি বছর পরে','আমি যদি হতাম','বনলতা সেন',জসীম উদ্দীনের 'প্রতিদান',আবুল হাসানের 'যুগসন্ধি',রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ'র 'এ কেমন ভ্রান্তি আমার',সহ অন্যান্য কবিদের রচিত ২৪ টি কবিতার আবৃত্তি পরিবেশন করেন।আবৃত্তিতে অংশগ্রহণ করেন দোলন রানি, নাজমুন নাহার শিরিন, তুহিন আহমদ, সুফিয়া মেহেদী সঙ্গীতা,সাদিয়া রহমান লোপা, মাহাবুব রিমন, উম্মে ছোলাইম যুথী, সিদরাতুল আফিয়া মোহনা এবং ফয়জুল আলম পাপ্পু।