ফিরে দেখা

21 Jun 2022, 12:14 PM অন্যান্য শেয়ার:
ফিরে দেখা

আনন্দভুবন-এর যাত্রা শুরু হয়েছিল ১৯৯৬ খ্রিষ্টাব্দে। মতিঝিলের রহমান ম্যানশন থেকে। প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৬ই মে ১৯৯৬। প্রকাশের সঙ্গে সঙ্গে সংস্কৃতি, বিনোদন ও পাঠকমহলে সাড়া পড়ে যায়। বিশেষ আয়োজনে কাভারের ফটোসেশন, চমৎকার অঙ্গসজ্জা, ঝকঝকে চাপা আর চমৎকার সব প্রতিবেদন, ফিচার ও ছবি দেখে অনেকেই মন্তব্য করেছিলেন, এই ম্যাগাজিন কি আমাদের দেশ থেকে বের হয়, ঢাকা থেকে ? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন অনেকেই। সেই প্রথম দিন থেকেই আনন্দভুবন পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছিল, এখনো করছে। মাঝে গড়িয়েছে ২৬টি বছর। গেল মাসে আনন্দভুবন ২৭-এ পা দিয়েছে। দীর্ঘ এই যাত্রাপথে তাকে অতিক্রম করতে হয়েছে অনেক চড়াই-উৎরাই। এসেছে অনেক সহযোগী ও প্রতিযোগী। এখন পাল্লা দিতে হচ্ছে, পত্রপত্রিকা তো বটেই, আরও আছে ফেসবুক ও ইউটিউব। এতসবের মাঝেও আনন্দভুবনের অর্জনও কিন্তু কম নয়। কেমন ছিল আনন্দভুবনের শুরুর দিকের ফিচার, প্রতিবেদনগুলো ? ‘ফিরে দেখা’ পাঠককে
ফিরিয়ে নিয়ে যাবে গত শতকের নয়ের দশকে...

আনন্দভুবন-এর ১ম বর্ষ ১৭ সংখ্যায় ১৯৯৭ খ্রিষ্টাব্দে প্রচ্ছদে নিয়ে আসেন দেশের জনপ্রিয় তিন শিল্পীকে। যারা এখনো মিডিয়ায় দাপটের সঙ্গে কাজ করছেন। জনপ্রিয় এই তিন তারকা হলেন জেমস, তানিয়া আহমেদ ও ঈশিতা।তিনজনের মধ্যে এখন সবচেয়ে বেশি ব্যস্ত রয়েছেন জেমস ও তানিয়া আহমেদ। অন্যদিকে ঈশিতা এক প্রকার অভিনয় ছেড়ে দিলেও মিডিয়ার সঙ্গে সখ্য রয়েছে এখনো।১৯৯৭ খ্রিষ্টাব্দের ১৬ জানুয়ারি সংখ্যায় তাদের নিয়ে যে প্রতিবেদনটি ছাপানো হয় তার চুম্বক অংশ তুলে ধরা হলো -

সাভারের কাছে আসুলিয়া বাজার ... যেখানে নতুন ব্রিজ ... সেখানেই অঘ্রাণের এক সকালে জড় হয়েছিলেন তারা ৩ জন ... হুমায়ূন আহমেদের গল্পে যাদের নাম অয়ু, নিম আর লি ... আমাদের গল্পে তাদের নাম আরো অনেক বেশি পরিচিতÑ জেমস, তানিয়া আর ঈশিতা...

সেখানে আনন্দ ছিল... ছিল হাসি, ছিল গান... গান তো বটেই, কেননা জেমস যে গায়ক, আমাদের নগর বাউল... আর যখন নটি নটি শরাররত... ছাগলের চোখে তানিয়ার রোদ চশমা... তখন তো দারুণ মজা... হাসিতে লুটোপুটি... কে বলবে তিনি একজন সুপারমডেল...
...প্রথম থেকেই কিন্তু শুরু হয়েছিল পুরো পাগলামি... কেমন করে যে আলের ওপর দিয়ে হাঁটে ... টালমাটাল... এই পড়ে গেল বলে... কষ্টে মষ্টে ব্যালান্স রেখে... বেহাল অবস্থা...
...জেমস কিন্তু এরই মধ্যে পেয়ে গেলেন গানের আইডিয়া... সেই চাচার কাছ থেকে, যাকে তিনি বন্ধু বলে ডেকেছিলেন গোড়াতেই ....অদ্ভুত সে গান - পথই পথের বাবা,
পথই পথের মা ... ঈশিতা ছোট্ট
মেয়ে, টিভির বড়ো অভিনেত্রী হলে
কী হবে... তার কাছে সবই নতুন
...গাঁয়ের মাটি, গাঁয়ের পানি,
ধানের গন্ধে ভরা কোমল বাতাস...
অথবা এই যেন একদিনের রাজ্যপাট...
...আর সব খেলা শেষ হয়, ফুরায় সকল লেনদেন... তারপর বাড়ি ফেরার পালা... চলো চলো ঢাকা চলো... সেখানে অনেক কাজ... জেমস সোজা চলে গেলেন স্টুডিওতে, নতুন অ্যালবামের কাজ চলছে সেখানে... তানিয়াও গেলেন স্টুডিওতেই, উদ্দেশ্য ফটোসেশন... সব স্টুডিও তো আর এক নয়... আর ঈশিতা গেলেন বাড়িতেই, সেখানে অপেক্ষমাণলেখাপড়া, নাচ আর গান শেখা... অনেক অনেক কাজ...
...শুধু কাজ, কোনো খেলা নেই... নেই হারিয়ে যাবার কোনো অনাবিল সুযোগ, নেই পালিয়ে যাবার আনন্দ... তবু সব পাখি ঘরে ফেরে, ফুরায় আনন্দের পালা...
...যাবার আগে আসুলিয়া তোমায় সালাম... নতুন ব্রিজ তোমায় সালাম... বুড়ো চাচা তোমায় সালাম... গাড়োয়ান তোমায় সালাম... হাসি খুশি ঠাট্টা আনন্দ- তোমাদেরও জানাই সালাম...
...আবারো হয়তো দেখা হবে তোমাদের সাথে... হবে নাই বা কেন ! আসুলিয়া বাজার যে প্যাকেজ নির্মাতাদের অতি পরিচিত এক লোকেশন... ঢাকার কাছেই এমন সুন্দর গ্রাম কি আর হামেশাই মেলে ! ...তানিয়া নিজেও এখানে এসেছিলেন আগে ... বেড়াতে নয়, কাজে... সে তো অন্যরকম...
...আর এবারের সমস্ত কিছুই অন্যরকম... আনন্দের উৎসবে ভরা... আবার কবে যে ফেরা হবে এমনি হারিয়ে যেতে... ... ...

ছবি : তানভির. ম্যাপ
ডিজাইন : রাহাত
যান্ত্রিক সহযোগিতা : কালার রুটস
লেখা : আদিত্য কবির
মডেল : জেমস . তানিয়া . ঈশিতা
আয়োজন : আনন্দভুবন -অনন্দভুবন ডেস্ক