শিল্পী মনজুরুল ইসলামের মেলে দিক পাখনা

31 Mar 2022, 05:09 PM সারেগারে শেয়ার:
শিল্পী মনজুরুল ইসলামের মেলে দিক পাখনা

প্রয়াত লাকী আখান্দের সুরে ও গোলাম মোর্শেদের কথায় কণ্ঠশিল্পী মনজুরুল ইসলামের কণ্ঠে পাঁচটি গানের অডিও, ভিডিও, অ্যালবাম ‘‘মেলে দিক পাখনা’’ অডিও প্রযোজনা সংস্থা জি-সিরিজ-এর ব্যানারে প্রকাশিত হচ্ছে। চারটি গানের সংগীতায়োজন করেছেন কলকাতার সংগীত পরিচালক মনিষ চক্রবর্তী। একটি গানের সংগীত আয়োজন করেছেন এদেশের ব্যান্ড ব্ল্যাক। অ্যালবামটি ৩১ মার্চ, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে ফরাসি ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র [আঁলিয়াস ফ্রসেস)  ধানমন্ডির লা- গ্যালারিতে প্রকাশনা উৎসব ও সংগীতানুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হবে। অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন প্রয়াত লাকী আখান্দের কন্যা মাম-মিনতি আখান্দ নূর। উপস্থিত থাকবেন দেশের সংগীতাঙ্গনের বিশিষ্টজনেরা। সংগীতশিল্পী মনজুরুল ইসলাম এদেশের মূল ধারার সংগীত ও সেমি ক্লাসিকাল সংগীতের শীর্ষস্থানীয় কণ্ঠশিল্পী, ছায়ানট থেকে সংগীত শিক্ষা সম্পন্ন করার পরে ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ ও ভারতের প্রথিতযশা সংগীত গুরুদের কাছে বিভিন্ন পর্যায়ে তালিম গ্রহণ করেন। বর্তমানে ফরাসি ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের শাস্ত্রীয় সংগীত বিভাগের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।