একুশের গ্রন্থমেলায় হেমন্তের চিরকুট নতুন কাব্যগ্রন্থ

09 Mar 2022, 03:40 PM অভোগ শেয়ার:
একুশের গ্রন্থমেলায় হেমন্তের চিরকুট নতুন কাব্যগ্রন্থ

এবার একুশে গ্রন্থমেলায় কবি ফারাহ্ নাজ-এর 'হেমন্তের চিরকূট' কাব্যগ্রন্থটি বের হয়েছে। এটি লেখকের প্রথম বাংলা কাব্যগ্রন্থ। এতে মোট ৪০টি কবিতা রয়েছে। কাব্যগ্রন্থের শব্দ ও ভাবের মিলনে মানবজীবনের এক টুকরো চিত্রপট আঁকা হয়েছে। তার মাধ্যমে স্নেহ, মায়া, প্রেম ও প্রকৃতির অন্য এক আলো ফুটে উঠেছে কবিতা হয়ে। কবিতায় রোমান্টিক কাতর অনুভূতিপ্রবণ মনের প্রকাশ ঘটে। মানবপ্রেম, বিরহ ও বিষন্নতায় পীড়িত আধুনিক জীবন সম্বন্ধে কবির অনুভূতি কবিতার মূল বিষয়বস্তু। আধ্যাত্মিক এবং বাস্তবতার এক দারুণ সংমিশ্রণ রয়েছে কবিতায়, যা কবির জন্য এক সত্তার আবির্ভাবকে নির্দেশ করে। ভিন্ন স্বাদের কবিতাগুলো পাঠকদের মনে আবেগ ও চিন্তার খোরাক সৃষ্টি করবে। কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন লেখক তার নানু তাহেরা রহিমকে। উৎসর্গে তিনি লিখেছেন- সব ঋণ শোধ করার ক্ষমতা সৃষ্টিকর্তা আমাদের দেয়নি, তাই থাকুক সেইসব স্নেহ ও প্রার্থনার ঋণ‌। আমি চিরঋণী...। কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার আগামী প্রকাশনীর স্টলে।