বিয়েতে কী উপহার দেবেন

01 Feb 2022, 01:53 PM অভোগ শেয়ার:
বিয়েতে কী উপহার দেবেন

শুরু হলো শীতকাল আর সেইসঙ্গে শীতকালজুড়ে থাকবে বিয়ে-শাদির ধুম। মাসে অন্তত দু-তিনটি বিয়ের দাওয়াত তো পেতেই হবে। বন্ধু, আত্মীয় কিংবা পরিচিত মানুষের বিয়ের নিমন্ত্রণে যেতেই হবে। আর নিমন্ত্রণ মানেই উপহার ছাড়া যাওয়াই যাবে না। কিন্তু উপহার কী দেবেন ? এ নিয়ে ভাবনায় পড়েন অনেকেই। বিয়ের উপহার মানেই স্পেশাল কিছু, তাই চিন্তা-ভাবনা করেই তা দিতে হয়। যা নবদম্পতির কাজে লাগে আবার পচ্ছন্দনীয়ও হয়। কারণ, বিয়ের উপহারের সঙ্গে জড়িয়ে থাকে আশীর্বাদও। আবার সাধ-সাধ্যের ব্যাপারটি তো আছেই। তাই বিয়ের উপহারের ঝামেলা মেটাতে এবারের অঁ ভোগ আয়োজনে থাকছে বিয়ের উপহার...

জাহানারার বিয়ে হয়েছে মাস তিনেক হলো। বিয়েতে পেয়েছে নানান উপহার, কিন্তু অনেক উপহার একের অধিক হওয়ায় সেগুলো র‌্যাপিং করেই তুলে রাখতে হয়েছে। কারণ একটাই, অন্য কারো বিয়েতে উপহার হিসেবে দেওয়া যাবে। এমনটা হরহামেশাই হয়। আপনার উপহারটি অন্য কারো বিয়েতে না যেতে দেখতে চাইলে বিয়ের উপহার নির্বাচনে আপনাকে হতে হবে বিচক্ষণ।

আগেকার দিনে বিয়েতে সোনার গয়না, শাড়ি, কাঠের ফার্নিচার, কাঁসার তৈজসপত্র ইত্যাদি দেওয়ার প্রচলন বেশি ছিল। হয়তো নগদ অর্থ দিতেন কেউ কেউ। তবে দিন বদলেছে। আর তার সঙ্গে তাল মিলিয়ে বদলেছে উপহারের রকমফের।

কনের জন্য শাড়ি বা গয়না দেওয়ার প্রচলন আছে বেশ আগে থেকেই। পার্স, বড়ো ব্যাগ বা বিশেষ কোনো মেকআপ কিটও দেওয়া যেতে পারে। বরকে দেওয়া যায় পাঞ্জাবি। তবে পোশাক দিতে চাইলে আগে থেকেই জেনে নিতে হবে, যার জন্য পোশাকটি কেনা হচ্ছে, তিনি কী ধরনের পোশাক বা কোন ধরনের রং পছন্দ করেন।

নতুন সংসারে তো সব কিছুই লাগে যেমন ওয়াটার ফিল্টার, ননস্টিক হাঁড়ি-পাতিলের সেট, হটপট, ব্লেন্ডার, জুসার গ্রাইন্ডার, টোস্টার, রাইসকুকার, ভ্যাকুয়াম ক্লিনার, ইস্ত্রি কিংবা বিছানার চাদর, কুশন কভার, কম্বল, ফুলদানি, কার্পেট, ডিনার সেট ইত্যাদি। গিফট ভাউচার, গিফট কার্ড আজকাল অনেকেই উপহার দিচ্ছেন বিয়েতে।

ঘর সাজানোর টুকিটাকি, পেইন্টিং, টেবিল ল্যাম্প, ফটো ফ্রেম, কফি মগ সেট, ছুরি, কাঁটা-চামচের সেট এগুলোও খুব দরকারি ও মানানসই উপহার নতুন দম্পতিদের জন্য। কনের জন্য পারিজাত ডিজাইনের জুয়েলারি বক্স একটি সুন্দর উপহার। আয়না, ল্যাম্পশেড, ফটোফ্রেম, মোমদানি, নানা রকম মোম, ফুলদানি আর শোপিসও মন্দ নয়।

বর-কনের জন্য কফি পানের মগ দিতে পারেন। আজকাল সিরামিকের মগে শুভেচ্ছাবাণী লিখিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। চাইলে পছন্দসই ছবি ছেপে দেওয়া যায় মগের গায়ে। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছবি দৃশ্যমান হবে, এমন মগও অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। অনলাইনেও এসব মগের অর্ডার দেওয়ার সুযোগ রয়েছে। চায়ের কাপের সেট, ছুরি, কাঁটা-চামচের সেট বা ডিনার সেটও বেশ।

অফিস কলিগ বা বন্ধু হলে অন্যসব বন্ধু ও অফিস কলিগরা মিলে একটু বড়োসড়ো উপহারও দিতে পারেন। এলইডি টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, এমনকি ছোটোখাটো কোনো আসবাবও হতে পারে অন্য রকম একটা উপহার। হয়তো বন্ধুর ছবি তোলার শখ, বিয়েতে তাকে ডিএসএলআর ক্যামেরা উপহার দিতে পারেন। বিশেষ কোনো বই, এমনকি বুকশেলফও দেওয়া যেতে পারে।

ইলেক্ট্রনিক সামগ্রীর মধ্যে অনেক কিছুই আপনি পছন্দ করতে পারেন। মোবাইল সেট, ক্যামেরা, ট্যাব, আইপ্যাড-সহ অন্যান্য গ্যাজেটও উপহার হিসেবে মানানসই হতে পারে। ডিজিটাল অ্যালবামও উপহার হিসেবে মন্দ নয়।

নবদম্পতির মধুচন্দ্রিমার টিকিট দুখানি যদি হয় বিয়ের উপহার, তবে উপহারদাতাকে নিশ্চিতভাবেই আলাদা করে মনে রাখবেন নবদম্পতি ! বর-কনের সঙ্গে কথা বলে তাদের সুবিধামতো সময়ে মধুচন্দ্রিমার যাবতীয় ব্যবস্থা করে দিতে পারেন। চাইলে পরিবারের কয়েকজন সদস্য মিলেও এ ধরনের বড়ো কোনো উপহার দিতে পারেন। 

লেখা : ফাতেমা ইয়াসমিন