সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং বেক্সিমকো হেলথ পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন। গত শনিবার তিনি এই পরিদর্শন করেন। পার্কে তাকে স্বাগত জানান বেক্সিমকোর গ্রুপ ডিরেক্টর ও সিইও সৈয়দ নাভেদ হুসাইন। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।
বিএসইসি চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বেক্সিমকোর ভার্টিকাল লিডস গ্রিন সার্টিফাইড শিল্প উদ্যানের সমস্ত ইউনিট পরিদর্শন এবং প্রযুক্তি, শিক্ষা ও গবেষণা ও উন্নয়নে মূল্য সংযোজন ও উদ্ভাবনের বিষয়ে বেক্সিমকোর উদ্যোগে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া রোভারটেক্সের সহযোগিতায় বেক্সিমকোর টেকসই উদ্যোগ, বেক্সিমকোর অত্যাধুনিক শিল্প বর্জ্য সংশোধনাগার ও পানি পুনঃব্যবহার ব্যবস্থাপনা এবং এক ছাদের নিচে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ টেকসই ওয়াশিং প্ল্যান্ট নিয়ে তিনি বিশেষ আগ্রহ প্রকাশ করেন।
এক জায়গায় একই কোম্পানি দ্বারা উৎপাদিত সর্বোত্তম ফ্যাব্রিকস এবং অ্যাপারেলস, ক্যাম্পাসজুড়ে ডিজিটালাইজেশনের ব্যাপক ব্যবহার এবং মূল গ্রাহকদের সঙ্গে যুক্ত থ্রিডি মডেলিং দেখে প্রফেসর শিবলী অভিভূত হোন।
তিনি বেক্সিমকো হেলথ পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্কও পরিদর্শন করেন, যেখানে পিপি চিপস থেকে মেল্টব্লোন ফ্যাব্রিকসের পাশাপাশি সার্জিক্যাল ও আইসোলেশনের লেভেল ৩ ও ৪ গাউন বানানোর উচ্চস্তরের ফ্যাব্রিকসও তৈরি করা হয়। এখানে পিপিই ল্যাবরেটরিসহ অত্যাধুনিক জীবাণু মুক্তকরণ সুবিধা রয়েছে। এ ছাড়া প্রফেসর শিবলি শাইনপুকুর সিরামিক পরিদর্শন করেন যা রয়্যাল ডল্টন, রয়্যাল অ্যালবার্ট এবং অন্যান্য গ্রাহকদের জন্য সূক্ষ্ম চীনামাটির ও বোন-চায়নার বাসনকোসন উৎপাদন করে।।