‘উৎসব’ সিনেমা এবার দেশের বাইরে

16 Jun 2025, 02:42 PM মুভিমেলা শেয়ার:
‘উৎসব’ সিনেমা এবার দেশের বাইরে

ঈদুল আজহায় অল্পসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'উৎসবসিনেমা। এরমধ্যে দর্শকদের ভালোবাসা পেতে সক্ষম হয়েছে তানিম নূর পরিচালিত সিনেমা উৎসব। নির্মাণশৈলীর ভিন্নতামননশীল গল্প ও তারকাশিল্পীদের অভিনয়ের কারণে ঈদের দ্বিতীয় সপ্তাহ থেকেই বাড়তে থাকে 'উৎসবসিনেমার হল ও শো সংখ্যা। শুধু তাই নয়, এবার দেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নিচ্ছে উৎসব

আগামী ২০ জুন থেকে সিনেমাটি মুক্তি পাচ্ছে কানাডার সিনেপ্লেক্স’ চেইন এবং আমেরিকার এএমসি’, ‘রিগ্যাল’, ‘সিনেমার্কসহ বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে। যুক্তরাজ্যের দর্শকেরাও দেখতে পারবেন সিনেমাটি সিনেওয়ার্ল্ড’ চেইনের হলে। ২১ জুন থেকে অস্ট্রেলিয়ায় পর্দায় উঠবে 'উৎসব'। ছবিটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো

চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে এক কৃপণ ব্যক্তির জীবনের ভেতর ঘটে যাওয়া এক রাতের অতিপ্রাকৃত অভিজ্ঞতার গল্প তুলে ধরা হয়েছে। উৎসবের রাতে অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা তার সামনে হাজির হয়ে নিয়ে যায় অতীতবর্তমান ও ভবিষ্যতের নানা স্মৃতির জগতে। সেই অভিজ্ঞতা তাকে বদলে দিতে শুরু করে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে কৃপণ ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান। আত্মার তিন চরিত্রে রয়েছেন জয়া আহসানচঞ্চল চৌধুরী ও অপি করিম। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খানইন্তেখাব দিনারসাদিয়া আয়মানসৌম্য জ্যোতি প্রমুখ।

আনন্দভুবন ডেক্স