পাইরেসির কবলে 'তাণ্ডব' সিনেমা

15 Jun 2025, 03:12 PM মুভিমেলা শেয়ার:
পাইরেসির কবলে 'তাণ্ডব' সিনেমা


ঈদে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের 'তাণ্ডবসিনেমা। সিনেমাটি ইতোমধ্যে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। এই ভালো খবরের মধ্যে দুঃখের খবর হলো সিনেমাটি এরই মধ্যে পাইরেসির শিকার হয়েছে। গত রোজার ঈদের ছবি বরবাদ’ দাগি’ সিনেমাও পাইরেসির শিকার হয়েছিল। মুক্তির কিছুদিনের মধ্যেই রায়হান রাফীর 'তাণ্ডবসিনেমাটির ঝকঝকে এইচডি ভার্সন অনলাইনে দেখা যাচ্ছে। বিভিন্ন ওয়েবসাইটে পুরো সিনেমা ঝকঝকে প্রিন্টে দেখতে পাচ্ছে দর্শক। শুরু থেকেই ছবিটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল। যার কারণে ছবির বিভিন্ন অংশ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতে থাকে মুক্তির দিন থেকেই। শেষ পর্যন্ত পুরো ছবিই এখন অনলাইনে পাওয়া যাচ্ছে।

ছবির কলাকুশলীরা পাইরেটদের হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপরও তারা পাইরেসি ঠেকাতে পারেননি। তবে পুরো ছবি পাইরেসি হওয়ার পর সিনেমার পরিচালক ও প্রযোজকরা বৈঠক করেছেন। পরিচালক রাফী বলেনযারা পাইরেসি করেছে তাদের কোনো ছাড় নেই। আমরা প্রশাসনে নালিশ জানিয়েছি। আইনি পদক্ষেপ নিচ্ছি। তাছাড়া আমাদের টেকনিক্যাল টিমও কাজ করছে। এখন টেকনোলজি অনেক উন্নত। যে বা যারা কাজটা করেছে তাদের দ্রুত চিহ্নিত করা হবে। আইনের মুখোমুখি দাঁড় করানো হবে। উল্লেখ্যছবিটিতে শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ছোটো পর্দার অভিনেত্রী সাবিলা নূর। সিনেমাটি ঈদে মাল্টিপ্লেক্সের পাশাপাশি ১৩৩টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে।