কেন ভালো গায়িকা না হয়ে অভিনয়শিল্পী হলেন হিমি

03 Jun 2025, 02:00 PM আকাশলীনা শেয়ার:
কেন ভালো গায়িকা না হয়ে অভিনয়শিল্পী হলেন হিমি


ছোটোপর্দার বর্তমান সময়ের প্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক এবং বিজ্ঞাপন দুই মাধ্যমেই সাবলীল অভিনয় করে চলেছেন তিনি। ২০১৪ খ্রিষ্টাব্দে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় শুরু করেন হিমি। এরই মধ্যে অভিনয় দক্ষতার গুণে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। হিমির অনেক নাটকেই এক কোটিরও বেশি ভিউয়ের রেকর্ড গড়েছেন। এবারের টেলিভিশন আয়োজনে হিমিকে নিয়ে লিখেছেন শহিদুল ইসলাম এমেল...


জান্নাতুল সুমাইয়া হিমি অল্প সময়েই নিজের অভিনয় দক্ষতার গুণে অগণিত ভক্ত-দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। টেলিভিশন ও ইউটিউব- দুই মাধ্যমেই সমানতালে কাজ করছেন তিনি। তার নতুন নাটক দেখার জন্য অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্ত-দর্শকেরা। আরেক জনপ্রিয় অভিনয়শিল্পী নিলয় আলমগীরের সঙ্গে জুটিবেঁধে সবচেয়ে বেশি নাটক করেছেন হিমি। দর্শকেরাও এই জুটিকে খুবই পছন্দ করেন। নিলয়-হিমি জুটির নাটকগুলো গত কয়েক বছরে উল্লেখযোগ্য দর্শকপ্রিয়তা পেয়েছে। নিলয়-হিমির নাটক মানেই লক্ষ লক্ষ ভিউ। সেই ভিউয়ের দৌড়ে এবার নতুন রেকর্ড গড়লেন তিনি। হিমি অভিনীত ইউটিউবে ১০৯টি নাটকের মধ্যে প্রতিটিরই ভিউ এক কোটির উপরে। একশো নাটকের এক কোটি ভিউ অতিক্রম করা প্রথম অভিনয়শিল্পীও তিনি। হিমির এই রেকর্ডে নিলয়সহ শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেকে। একশো’র বেশি নাটকে এক কোটি ভিউয়ের রেকর্ড সম্পর্কে জানতে চাইলে হিমি বলেন, ‘এসব সম্ভব হয়েছে শুধু দর্শকদের ভালো লাগার কারণেই। তারা আমার নাটক দেখেন আমাকে পছন্দ করেন বলেই নাটকগুলোর এতো বেশি ভিউ হয়েছে। এর পুরো কৃতিত্ব আমি আমার দর্শক, সহকর্মী, আমার পরিবারসহ সবাইকে দিতে চাই। সামনের দিনগুলোতেও এই ভালোবাসা আমাকে দিয়ে যাবেনÑ সেটাই আমার চাওয়া।’

হিমি বর্তমানে কোরবানি ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রায় প্রতিদিনই নাটকের শুটিং করছেন। গত ঈদে ছাড় পাওয়া হিমি অভিনীত নাটকগুলো দর্শক খুব পছন্দ করেছেন। কোরবানির ঈদের জন্যও বেশ কিছু নাটকের কাজ করছেন তিনি। তার বিশ্বাস, এবারের ঈদের নাটকগুলোও দর্শকের পছন্দের শীর্ষে থাকবে।

হিমি ছেলেবেলা থেকেই নাচ, গান ও আবৃত্তি শিখেছেন ‘ছায়ানট’ এবং ‘কচিকাঁচা’য়। তখন থেকেই বিটিভিতে শিশুশিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অভিনয়, নাচ, গান করতে দেখা গেছে তাকে। এরপর ২০১৪ খ্রিষ্টাব্দে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’ কম্পিটিশনে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন। মডেল সার্চে চ্যাম্পিয়ন হওয়ার পর চ্যানেল আইতে ‘মহারানী’ নামে একটি সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান। এরপর থেকেই মূলত নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে শুরু করেন তিনি।

হিমির প্রথম নাটক ‘অনাকাক্সিক্ষত সত্য’। নাটকটির শুটিং হয়েছিল পুবাইলে। ‘অনাকাক্সিক্ষত সত্য’ নাটকে অভিনয়ের ফিলিংসটা ছিল অন্যরকম। এর আগে ছোটোদের চরিত্রে অভিনয় করতেন। নাটকটিতে অভিনয় করে একেবারে নায়িকা নায়িকা ফিলিংস পেয়েছিলেন তিনি। নাটকটিতে বিয়ের অনেক অ্যারেঞ্জমেন্ট ছিল, এই ব্যাপারগুলা খুব ভালো লেগেছিল তার। তখন থেকে প্রধান চরিত্রে কাজ করার ব্যাপারে আগ্রহী করে তোলেন নিজেকে। ছেলেবেলা থেকেই গান শিখেছেন তাই একজন ভালো গায়িকা হতে চেয়েছিলেন। তখন অভিনয়ের চেয়ে গানকেই বেশি প্রাধান্য দিতেন। পরে চিন্তা করে দেখলেন অভিনয়ের মাধ্যমে চরিত্র বুঝে সব কিছুই ফুটিয়ে তোলা যায়। চরিত্রের গভীরে যাওয়া যায়। সেটা গানে সম্ভব নয়। এসব কথা চিন্তা করেই তিনি সিরিয়াসলি অভিনয় করতে শুরু করেন।

হিমিকে নিলয় আলমগীরের সঙ্গে বেশি কাজ করতে দেখা যায়। নিলয় ছাড়াও অনেকের সঙ্গে কাজ করেছেন হিমি। কার সঙ্গে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন জানতে চাইলে হিমি বলেন, “আসলে আমার সবার সঙ্গেই কাজ করতে ভালো লাগে। একদম নির্দিষ্ট করে কারো নাম বলছি না। আমার সবার সঙ্গেই কাজ করতে ভালো লাগে এবং আমি ভবিষ্যতে সবার সঙ্গেই কাজ করতে চাই।”

জান্নাতুল সুমাইয়া হিমির গত ঈদে বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে। সামনের ঈদের নাটকগুলোও ভালো হবে, হিমিভক্তদের এই প্রত্যাশা।