দেশের বিভিন্ন চ্যানেলে, ইউটিউবে এবং বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে বহু নাটক। এর মধ্যে কিছু নাটক দর্শকদের মন জয় করতে পেরেছে। আবার কিছু নাটক দর্শক পছন্দ করেননি। বিটিভিসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল, ইউটিউব, ওটিটিতে প্রচারিত সেরা কয়েকটি নাটকের বৃত্তান্ত জানাচ্ছেন শহিদুল ইসলাম এমেল...
প্রতিবছর ঈদ উপলক্ষে অসংখ্য নাটক প্রচারিত হয় ইউটিউবসহ বিভিন্ন চ্যানেলে। প্রচারিত নাটকগুলোর মধ্যে কিছু নাটক দর্শকের হৃদয়ে বিশেষভাবে দাগ কেটে যায়। এবারের ঈদুল আজহায় প্রচারিত বেশকিছু নাটক দর্শক পছন্দ করেছেন। ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া বেশকিছু নাটকের প্রশংসা করেছেন দর্শকেরা।
এদিকে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে থাকা চলতি বছর ঈদে মুক্তি পাওয়া নাটকের মধ্যে নিলয় অভিনীত মাহিন খান পরিচালিত ‘শ্বশুরবাড়িতে ঈদ’ রয়েছে প্রথম স্থানে। নাটকে তার সঙ্গে জুটি হয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটিতে সামাজিক বার্তা পছন্দ করেছেন বহু দর্শক। পাঁচ মাস আগে এনএএফ এন্টারটেইনমেন্টের চ্যানেলে মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকের ভিউ ৪ কোটি ১০ লক্ষের বেশি। ট্রেন্ডিংয়ের দুই নম্বরে আছে রোমান্টিক নাটক ‘তুই আমারই’। নাটকটি মুক্তি পেয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। তৌফিকুল ইসলাম পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। তাদের জুটি পছন্দ করেছেন বিপুল সংখ্যক দর্শক। এই রোমান্টিক নাটকটির গল্প অনেক দর্শকের জীবনের গল্পের সাথে মিল খুঁজে পেয়েছেন। ‘তুই আমারই’ নাটকটির ভিউ ২ কোটি ২০ লাখের বেশি।
ইউটিউব ট্রেন্ডিংয়ে তৃতীয় স্থানে রয়েছে ঈদের নাটক ‘শেষমেশ’। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। ১৩ এপ্রিল ২০২৪ ক্লাব ১১ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তির পর থেকেই নাটকটি দর্শক দারুণ পছন্দ করে।
মাকে নিয়ে সন্তানের যে আবেগ সেই বিষয়টিই নাটকের গল্পে উঠে এসেছে। ৮ বছর মা নেই। নাটকটি দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। ‘শেষমেশ’ নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। এছাড়া আছেন মনিরা মিঠু, চাষি আলম, শিমুল শর্মা, পাভেল, সুমন পাটোয়ারী, ইশরাত জাহিন প্রমুখ। পাঁচ মাস আগে মুক্তি পাওয়া ‘শেষমেশ’ নাটকটিতে ভিউ হয়েছে ১ কোটি ৭০ লাখের বেশি।
ট্রেন্ডিংয়ের চার নম্বরে রয়েছে ঈদের আরেকটি নাটক ‘তখন যখন’। নির্মাতা মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত তিন শিল্পী জোভান আহমেদ, সাদিয়া আয়মান ও নাজনীন নাহার নিহা। রোমান্টিক ধাঁচের এই নাটকটি বহু দর্শক পছন্দ করেছেন। পাঁচ মাস আগে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটির ভিউ ১ কোটি ৬০ লাখের বেশি।
পাঁচ নম্বর অবস্থানে রয়েছে নিলয়-হিমি জুটির আরেকটি নাটক ‘আদরে থেকো’। মোহন আহমেদ পরিচালিত এ নাটকটির গল্পরও দারুণ পছন্দ করেছেন দর্শকেরা। এনএএফ এন্টারটেইনমেন্টের চ্যানেলে মুক্তি পাওয়া ‘আদরে থেকো’ নাটকটির ভিউ প্রায় ১ কোটি।
এছাড়াও ঈদের আগে মুক্তি পাওয়া বেশকিছু নাটক ইউটিউব ট্রেন্ডিং-এ শীর্ষে রয়েছে। এর মধ্যে-
ফিমেল ৩
‘ফিমেল’ ও ‘ফিমেল ২’-এর সফলতার পর ‘ফিমেল ৩’ নির্মাণ করেন জনপ্রিয় নাট্যপরিচালক কাজল আরেফিন অমি। নাটকটিতে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটোয়ারী, লামিমা লাম, শিমুল শর্মা, আরফান মৃধা শিবলুসহ আরো অনেকে। বঙ্গ ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটির ভিউ ৩ কোটি ৯০ লাখের বেশি।
কিডনি
কিডনি নাটকটিও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। অমির নাটক বহু দর্শকের পছন্দের তালিকায়। অর্থের লোভে গ্রামের সহজ-সরল মানুষদের ফাঁদে ফেলে কিডনি নিয়ে ব্যবসা করেন কিছু প্রতারক চক্র। ‘কিডনি’ নাটকে মজার ছলে গল্প বলে দর্শকের কাছে বার্তা দিতে চেয়েছেন পরিচালক অমি। নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, চাষী আলম, সুমন পাটওয়ারী ও শিমুল শর্মা। ক্লাব ১১ এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাওয়া নাটকটির ভিউ হয়েছে ৩ কোটি ২০ লাখের বেশি।
কঞ্জুস ২
নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। সরকার মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার পর ব্যাপক সাড়া ফেলে ‘কঞ্জুস’ নাটকটি। এখন পর্যন্ত এই নাটকটি দেখেছেন ২ কোটি ৭০ লাখের বেশি দর্শক। নাটকে কৃপণ চরিত্রে মুশফিক আর ফারহান ও স্ত্রীর চরিত্রে তানজিন তিশা অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন। নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, তানজিন তিশাসহ আরো অনেকে।
বিদেশ
এই নাটকটিও পরিচালনা করেছেন কাজল আরফিন অমি। ভাগ্য বদলে একটু বেশি ভালো থাকার আশায় জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ অবৈধ পথে ইউরোপের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে বহু মর্মান্তিক সংবাদ দেশি-বিদেশি মিডিয়ায় উঠে এসেছে। সমকালীন এই সঙ্কটের গল্প নাটকে তুলে এনেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। ‘বিদেশ’ নাটকে অভিনয় করেছেন মিশু সাব্বির, পলাশ, শরাফ আহমেদ জীবন, শিমুল, পাভেল, শিবলু, আবদুল্লাহ রানা, জিসান, পারসা ইভানা, লামিমা। নাটকটি ক্লাব ১১ এন্টারটেইনমেন্টের ইউটিউবে রিলিজ হয়েছে। এর ভিউ হয়েছে ২ কোটি ৬০ লাখ।