ঘর সাজাতে সবুজ গাছ পালার কোনো বিকল্প নোই। সতেজ ও পরিপাটি একটি বাড়ি হয়ে উঠতে পারে সময় কাটানোর ভালো জায়গা। ঘর সাজাতে আমরা কত কিছুই না করে থাকি ! ইট-পাথরের শহরে সুবজের ছোঁয়া পাওয়া একটু কঠিন। কিন্তু বর্তমানে ছোটো ছোটো গাছপালা, লতাপাতা দিয়ে ঘর সাজাচ্ছেন অনেকে। তার জন্য ব্যবহার করছেন টব। গাছের জন্য ব্যবহৃত এই টব দিয়েই আপনার ঘর নান্দনিক করে সাজিয়ে তুলতে পারেন। বর্তমানে জায়গার স্বল্পতার জন্য শহরের মানুষের মধ্যে ইন্ডোর প্ল্যান্ট ডেকোরেশনের প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে।
ঘর সাজাতে শহরাঞ্চলে ‘ইনডোর প্ল্যান্ট’-এর ব্যবহারের মধ্যে মানিপ্ল্যান্ট, লতাবাহার, অর্কিড ইত্যাদি বেশ পরিচিত। এই ধরনের লতানো গাছ ছাড়াও অনেকে পাথরকুচি, ক্যাক্টাস, বাটারফ্লাই, পাতাবাহার ইত্যাদি গাছ দিয়েও ঘর সাজিয়ে থাকেন। জায়গার স্বল্পতা থাকায় চাইলেও অনেকে বাগান করতে পারেন না। তাই টবই তাদের ভরসা। নিজের পছন্দমতো গাছের সঙ্গে মানানসই টব বেছে নিতে হবে।
মাটির টব
সবচেয়ে বহুল জনপ্রিয় টব হলো মাটির তৈরি টব। গাছ লাগানোর জন্য মাটির টবের ব্যবহার হয়ে আসছে অনেক কাল আগে থেকে। আর এর সবচেয়ে বড়ো সুবিধা হলো ছোটো-বড়ো যেকোনো সাইজের গাছ লাগানোর জন্যই মাটির টব পেয়ে যাবেন। আপনি চাইলে মাটির পাত্রের বাইরের দিকটি রং করে নিতে পারেন, সম্ভব হলে কিছুটা নকশাও করে নিলেন। এতে করে এর সৌন্দর্য বেড়ে যায়।
সিরামিকের টব
সিরামিকের টব দেখতে বেশ সৌখিন আর এর যেকোনো কিছুর ডিজাইন এমনিতেই অনেক সুন্দর হয়। এতে যেমন রঙের বৈচিত্র্য থাকে, অন্যদিকে জ্যামিতিক, ফ্লোরালসহ বিভিন্ন ডিজাইনের সিরামিকের পাত্রে থাকে ভিন্নতা। ডাইনিং টেবিলের উপর, লিভিং রুম বা কর্নার টেবিলের জন্য বেছে নিতে পারেন সিরামিকের ছোটো এবং মাঝারি সাইজের পাত্র, যেখানে আপনি অর্কিড বা অন্য কোনো পাতাবাহার গাছ লাগাতে পারবেন।
বেতের ঝুড়ি
কম বাজেটের মধ্যে গাছের টব হিসেবে বেতের ঝুড়ি এখন বেশ জনপ্রিয়। শৌখিনতার সঙ্গে ঘর সাজাতে বেতের এই ঝুড়ি অনেকেরই পছন্দ। বেতের ঝুড়ির একটা সুবিধা হলো আপনি পছন্দমতো যেকোনো সাইজের ঝুড়ি গাছ লাগানোর জন্য ব্যবহার করতে পারবেন। এমনকি খুব সহজেই এই ঝুড়িগুলো ঘরের ভেতরে বিভিন্ন জায়গায় সেট করতে পারবেন, দেখতেও বেশ ট্রেন্ডি লাগবে।
কাঠের টব
ছাদের বাগান কিংবা ড্রইং বা লিভিং রুমের জন্য সৌখিনতার বশে কাঠের টব ব্যবহার করে থাকেন অনেকে। বিশেষ করে কোনো নির্দিষ্ট রুমের আসবাবগুলো যদি কাঠের হয় সে ক্ষেত্রে কাঠের টবে সবুজের এই উপস্থিতি যেন ঘরের ভেতরটা আরো সুন্দর করে তোলে। তাই বেতের পাশাপাশি ঘর সাজানোর জন্য কাঠের টবও ব্যবহার করতে পারবেন।
দেয়াল টব
দেয়াল টব হিসেবে বেছে নিতে পারেন মাটির কিংবা প্লাস্টিকের পাত্র। তবে এ ক্ষেত্রে পাত্রগুলো যেন খুব বেশি ভারি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। সাধারণত দেয়াল টবের জন্য মানিপ্লান্ট গাছ বা ছোটো ধরনের পাতাবাহার গাছ লাগানোই উত্তম। ঘরের দেয়ালে বসানোর জন্য দেয়াল ছিদ্র করে সেখানে আংটা ধরনের হুক বসিয়ে নিতে হবে যার ওপর আপনি টবটি সেট করতে পারবেন। আজকাল হুকসহ প্লাস্টিকের টব পাওয়া যায়। সেগুলো খুব সহজেই বারান্দায়, বা যেকোনো জায়গায় ঝুলানো যায়।
প্লাস্টিকের পুরনো বোতল
অনেকেই প্লাস্টিকের পুরনো বোতলকে গাছের টব হিসেবে ব্যবহার করছে। যদি পানীয়ের কোনো বোতল হয় সে ক্ষেত্রে লম্বা বোতলটি মাঝ বরাবর কেটে ছোটো করে নিতে হবে। আর এই বোতলের সৌন্দর্য বাড়াতে এবার বাইরের দিকটা পেইন্ট করে নিলেই তা দেখতে ইউনিক হয়ে যাবে। এ ধরনের বোতল আপনি চাইলে হ্যাং করেও রাখতে পারেন অথবা শেলফের উপরে রাখতে পারেন।
লেখা : ফাতেমা ইয়াসমিন