বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হলেন ওমর সানি

07 Feb 2021, 03:41 PM টালিউড শেয়ার:
বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হলেন ওমর সানি

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ওমর সানী। সঙ্গে তার প্যানেলের সবাই জয় পেয়েছেন।


শনিবার [৬ ফেব্রুয়ারি] বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে [বিএফডিসি] দুপুর ২টা থেকে শুরু হয় ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচনের ফল ঘোষণা করা হয় মধ্য রাতে। একবছর মেয়াদে সভাপতি হিসেবে ক্লাবটির দায়িত্ব পেলেন ওমর সানী। তার প্রাপ্ত ভোট ২৭৮। ওমর সানীর প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী আতিকুর রহমান লিটন পেয়েছেন ১৫৮ ভোট।  


ওমর সানীর প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মাহমুদুল হক পলাশ, নজরুল রাজ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জিনিয়ার এম এ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল ও জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর।

বাংলাদেশ ফিল্ম ক্লাব-এর আগের মেয়াদে নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ওমর সানী।