করাচি রেডিওর আর্কাইভে আব্দুল আলীমের ২০টি গান

05 Dec 2022, 03:06 PM আকাশলীনা শেয়ার:
করাচি রেডিওর আর্কাইভে  আব্দুল আলীমের ২০টি গান

বাংলাদেশের প্রবাদপ্রতিম সংগীতিশিল্পী আব্দুল আলীমের ২০টির বেশি গান পাকিস্তানের করাচি রেডিওর আর্কাইভে পড়ে রয়েছে। গত শতকের ছয়ের দশকে করাচি রেডিও এবং পাকিস্তান টেলিভিশনে নিয়মিত গান করতেন আব্দুল আলীম। বাংলাদেশে যেমন জনপ্রিয় ছিলেন, তেমনই পশ্চিম পাকিস্তানেও জনপ্রিয় ছিলেন আব্দুল আলীম। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে করাচি রেডিওর আর্কাইভে আব্দুল আলীমের গান পড়ে রয়েছে বলে জানান তার পরিবার। স্বাধীনতার পর নানা কূটনৈতিক জটিলতার কারণে গানগুলো দেশে ফেরত আনা সম্ভব হয়নি। সম্প্রতি তাঁর পরিবার গানগুলো দেশে ফেরত আনার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় গানগুলো ফেরত আনার বিষয়ে বাংলাদেশ বেতারের মতামত চেয়ে তাদের চিঠি দিয়েছে বলে পরিবারসূত্রে জানা যায়।