প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ওটিটি প্লাটফর্ম হুলুর জন্য বাংলাদেশি কনটেন্ট তৈরি করেছে নির্মাতা নূহাশ হুমায়ূন। হুলু শিগগিরই আনুষ্ঠানিকভাবে কনটেন্টটির নাম প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি। নূহাশ বলেন, ‘এটি কোনো ওয়েব সিরিজ নয়, এটি একক কনটেন্ট। বাংলাদেশি কনটেন্ট এর আগে ভারতীয় প্লাটফর্মে মুক্তি পেলেও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে বাংলাদেশি কোনো কনটেন্ট।’ কনটেন্টটির পরিচালক বলেন, ‘বাংলা এবং ইংরেজি দুটো ভাষায়ই প্রজেক্টটি নির্মাণ করা হয়েছে।
প্রজেক্টটির জন্য চলতি বছরের মাঝামাঝি সময়ে হলিউডের দুই এজেন্সি অ্যানোনিমাস কনটেন্ট এবং ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সির [সিএএ] সঙ্গে নূহাশের চুক্তি হয়েছিল। তিনি এজেন্সির মাধ্যমেই হুলুর কাজটি করেছেন। পরিচালনার পাশাপাশি কনটেন্টটির চিত্রনাট্যও করেছেন নূহাশ। বাংলাদেশেই প্রজেক্টটির দৃশ্য ধারণ করা হয়েছে বাংলাদেশি শিল্পীদের নিয়ে। এরই মধ্যে হুলুর কাছে তা পাঠিয়েও দেওয়া হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা। আনুষ্ঠানিক ঘোষণার পরই জানা যাবে কনটেন্টটিতে কারা অভিনয় করছেন।