পদাতিকে কবীর সুমনের গান ‘জনতার হাতে হাতে’

30 Jul 2024, 02:22 PM সারেগারে শেয়ার:
পদাতিকে কবীর সুমনের গান ‘জনতার হাতে হাতে’

ভারতের স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ আগস্ট। মুক্তি পেতে চলেছে পদাতিক । বিশ্ব বরেণ্য চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনির্ভর 'পদাতিক ' নির্মাণ করেছিল সৃজিত মুখোপাধ্যায়।  এ সিনেমায় মৃণাল সেনের জীবনী বড়োপর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছেন পরিচালক।মৃণাল সেনের ভূমিকায় এই সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। গল্পে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামি ঘোষ। ২৯ জুলাই সোমবার প্রকাশ পেয়েছে সিনেমাটির দ্বিতীয় গান ‘জনতার হাতে হাতে’। গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। গানটির সুরও লেখা তারই। সেই চেনা কবীর সুমনের ঢঙে গেয়েছেন গানটি। গানে হারমোনিকাও বাজিয়েছেন এই গুণী শিল্পী।গানটি শেয়ার করে ছবিটির পরিচালক সৃজিত লিখেছেন, ‘জাতিস্মরের ঠিক একদশক পর, আবার আমাদের ছবিতে কবীর সুমনের গান।’ বলে রাখা ভালো, ২০১৪ খ্রিষ্টাব্দে সৃজিত মুখোপাধ্যায় ‘জাতিস্মর’ ছবিটি নির্মাণ করেছিলেন। সেখানে ছিল কবীর সুমনের গান। তারপর আর তার ছবিতে শোনা যায়নি এই শিল্পীর গান।