যুগে যুগে অসংখ্য ভালোবাসার গান রচিত হয়েছে। যার মধ্যে রয়েছে কিছু চিরসবুজ গান, যে-গানের আবেদন ফুরায় না কোনো কালে। আধুনিক বাংলা গানের প্রবাদপ্রতিম শিল্পীদের গাওয়া তেমনি কিছু ভালোবাসার গান সম্পর্কে জানা যাক...
মনে পড়ে রুবি রায়
মনে পড়ে রুবি রায়/ কবিতায় তোমাকে/ একদিন কত করে ডেকেছি/ আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে / তোমাকে কোথায় যেন দেখেছি ...। রাহুল দেব বর্মণের গান। লিখেছেন শচীন ভৌমিক। সুর করেছেন রাহুল দেব বর্মণ নিজে।
আমি এত যে তোমায় ভালোবেসেছি
আমি এত যে তোমায় ভালোবেসেছি/ তবু মনে হয় এ যেন গো কিছু নয় / কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়...। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান। লিখেছেন শ্যামল গুপ্ত। সুর করেছেন মানবেন্দ্র নিজে। ‘ডাউন মেমরি লেন’ নামের একটি মিশ্র অ্যালবামে প্রকাশিত হয় গানটি।
তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা
তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা / কে বলে আজ তুমি নেই / তুমি আছ মন বলে তাই...। শ্যামল মিত্রের গান। কথা লিখেছেন গৌরিপ্রসন্ন মজুমদার। সুর করেছেন সুধীন দাশগুপ্ত। অন্তরাল ছবির গান এটি।
আমার পূজার ফুল
আমার পূজার ফুল / ভালোবাসা হয়ে গেছে / তুমি যেন ভুল বুঝো না / মালা গেঁথে রেখেছি / তুমি যেন ছিঁড়ে ফেল না....। গেয়েছেন কিশোর কুমার। কথা লিখেছেন গৌরিপ্রসন্ন মজুমদার। সুর করেছেন কিশোর কুমার নিজে।
সারাদিন তোমায় ভেবে
সারাদিন তোমায় ভেবে / হলো না আমার কোনো কাজ / হলো না তোমাকে পাওয়া / দিন যে বৃথাই গেল আজ ...। সুবীর সেনের গাওয়া এই গানের কথা ও সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের।
যদি কাগজে লিখ নাম
যদি কাগজে লিখ নাম / কাগজ ছিঁড়ে যাবে। যদি পাথরে লিখ নাম / পাথর ক্ষয়ে যাবে/ হৃদয়ে লিখ নাম / সে নাম রয়ে যাবে ...। মান্না দে’র এই গানটির কথা লিখেছেন গৌরিপ্রসন্ন মজুমদার। সুর ও সংগীত করেছেন নচিকেতা ঘোষ। অ্যালবামের নাম ‘যদি হিমালয়’।
আমি দূর হতে তোমারে দেখেছি
আমি দূর হতে তোমারে দেখেছি / আর মুগ্ধ এ চোখে চেয়েছি/ বাজে কিনিকিনি রিনিঝিনি তোমারে যে চিনি চিনি/ মনে মনে কত ছবি এঁকেছি ...। গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। কথা লিখেছেন গৌরিপ্রসন্ন মজুমদার। সুর করেছেন হেমন্ত নিজে।
কী লিখি তোমায়
প্রিয়তম তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না/ কী লিখি তোমায়...। গেয়েছেন লিজেন্ড লতা মুঙ্গেশকর। কথা লিখেছেন মুকুল দত্ত। সুর ও সংগীত করেছেন কিশোর কুমার।
আমি তোমার মনের ভেতর
আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই / ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই / তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই ...। সোহেল আরমানের কথায় এবং হাবিবের সুর ও সংগীতে দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন হাবিব ও ন্যান্সি। ‘এই তো প্রেম’ চলচ্চিত্রের গান এটি।
পৃথবীর যত সুখ
পৃথিবীর যত সুখ যত ভালোবাসা / সবই যে তোমায় দিলাম একটাই আশা / তুমি ভুলে যেও না আমাকে / আমি ভালোবাসি তোমাকে...। দ্বৈতকণ্ঠে গেয়েছেন হাবিব ও ন্যান্সি। কথা লিখেছেন এস এ হক অলিক। সুর ও সংগীত করেছেন হাবিব। ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ চলচ্চিত্রের গান।
দূরে তুমি দাঁড়িয়ে
দূরে তুমি দাঁড়িয়ে / সাগরের জলে পা ভিজিয়ে / কাছে যেতে পারি না/ বলতে আজ পারি না / তুমি আমার এখনো ...। গেয়েছেন তাহসান। কথা ও সুর তার নিজেরই। অ্যালবামের নাম ‘কথোপকথন’।
কী নেশা ছড়ালে
রাতেরই আঁধারে অজানা চাওয়া / মায়াবী চোখে কি মায়া যেন গোধূলি আবীর মাখা / কী নেশা ছড়ালে কী মায়ায় জড়ালে...। মিলন মাহমুদের কথায় গানটি গেয়েছেন বালাম। সুর-সংগীত করেছেন বালাম নিজে। অ্যালবামের নাম বালাম থ্রি।
তোমার জন্য নীলচে তারা
তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো / ভোরের রং রাতের মিশে কালো / কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি / আবছা নীল তোমার লাগে ভালো ...। গেয়েছেন অর্নব। কথা ও সুর সব তার নিজেরই। অ্যালবামের নাম ‘হোক কলরব’।
দূরে কোথাও আছি বসে
দূরে কোথাও আছি বসে / হাত দুটো দাও বাড়িয়ে / বিরহ ছুঁতে চায় মনের দুয়ার / দু’চোখ নির্বাক আসো না ছুটে / তুমি এলে রঙধনু রং ঢেলে দেয় / তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়...। গেয়েছেন তৌসিফ। কথা ও সুর তার নিজেরই। অ্যালবামের নাম ‘অন্বেষণ’।
চাই না মেয়ে তুমি
চাই না মেয়ে তুমি অন্য কারো হও/ পাবে না কেউ তোমাকে তুমি কারো নও / তুমি তো আমারই জানো না / এ হৃদয় তোমারই / তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু ...। গেয়েছেন হৃদয় খান। কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীত করেছেন হৃদয় খান নিজে। অ্যালবামের নাম ‘হৃদয়’।
এতদিন কোথায় ছিলে
এতদিন কোথায় ছিলে / আজ সুখের বৃষ্টিধারা বিন্দু বিন্দু প্রেম এই মনে ছড়িয়ে দিলে / জানি না কোথায় ছিলাম / ঐ ঝরনাকে প্রশ্ন কর ঐ নদীটাকে প্রশ্ন কর / এতদিন কোথায় ছিলাম ....। ‘খোঁজ দ্য সার্চ’ ছবির এই গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন হাবিব ও ন্যান্সি। সুর ও সংগীত করেছেন হাবিব।
আনন্দভুবন ডেস্ক