ভালো-মন্দ মিলিয়ে দেখতে দেখতে চলে গেল আরো একটি বছরের তিনশত পঁয়ষট্টি দিন। গেল কয়েক বছর করোনা মহামারির কারণে সংগীতাঙ্গনে ছিল মন্দাভাব। করোনার মন্দাভাব পুরোপুরি কাটিয়ে ২০২৪ খ্রিষ্টাব্দে সংগীতাঙ্গনে ফিরেছে প্রাণচাঞ্চল্য। এই প্রাণচাঞ্চল্যের মধ্যেই শেষ হয়ে গেল ২০২৪ খ্রিষ্টাব্দ। সামনে চলে এসেছে নতুন বছর ২০২৫ খ্রিষ্টাব্দ। বিগত বছরগুলোতে গানে ছিল শুধুই মজা-মনোরঞ্জন আর অধিক ‘ভিউ’ পাওয়ার উদ্দেশ্যে করা। সে তুলনায় ২০২৪-এ গানে যেমন ছিল প্রাণ, তেমনি ছিল শ্রোতা-দর্শকদের মধ্যে উচ্ছ্বাস-উন্মাদনা। এ বছর বিভিন্ন মাধ্যমে বেশকিছু গান ভাইরাল হয়েছে এবং শ্রোতাদের প্রশংসাও পেয়েছে। এ বছর নতুন মৌলিক গান রেকর্ড, সিনেমা, নাটক, সিরিজের পাশাপাশি একক-দ্বৈত ও সম্মিলিত অ্যালবামের প্রকাশনাসহ শিল্পীরা শো নিয়েও বেশ ব্যস্ত সময় পার করেছেন। ২০২৪-এর সংগীত সালতামামি নিয়ে থাকছে এবারের সারেগারে আয়োজন...
বলতে গেলে বিগত বছরের মতো চলতি বছরও বেশ আলোচনায় ছিল সিনেমা ও বিভিন্ন শিল্পীর ফিউশনধর্মী গান। বাংলা চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের ক্রেজের কারণে একদিকে যেমন দর্শকদের হলমুখী করেছে, তেমনিভাবে তার সিনেমার গানগুলো পূরণ করেছেন শতভাগ দর্শক চাহিদা। শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানটি গেয়ে দর্শক-শ্রোতার হৃদয়ে সাড়া জাগিয়েছেন বালাম-কোনাল জুটি।
আসিফ ইকবালের লেখা ও আকাশের সুর করা ‘রাজকুমার’ গানটি দারুণ সাড়া ফেলেছিল ২০২৪-এর প্রথম দিকে। একইভাবে শ্রোতাদের দারুণ প্রশংসা কুড়িয়েছে ‘প্রিয়তমা’ সিনেমায় প্রিন্স মাহমুদের সুরে তরুণ শিল্পী আলিফের গাওয়া ‘বরবাদ’ গানটিও।
এছাড়া বছরের বহুল আলোচিত ও সাড়া জাগানো গান ছিল শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমায় জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’ গান। গানটির কথা-সুর ও সংগীতায়োজনের পাশাপাশি সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন আকাশ। ‘তুফান’ সিনেমার আরো একটি গান ‘লাগে উড়া ধুরা’ অন্যান্য সিনেমার গানের রেকর্ড ভেঙে দিয়েছে। প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরার গাওয়া এই গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফউদ্দিন। গানটির সুর-সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান। অপরদিকে ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’-এর জন্য প্রচলিত গান ‘কমলায় নৃত্য করে’ নতুন করে গেয়ে ভক্তদের মনোযোগ কেড়েছেন জেফার রহমান। গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের পাভেল আরীন।
কবির বকুলের কথা ও শওকত আলী ইমনের সুরে ‘লিপস্টিক’ চলচ্চিত্রে স্নেহার গাওয়া ‘বেসামাল’ ছিল হাজার শ্রোতাদের মুখে মুখে। সিনেমার গানের বাইরে গত কয়েক বছর ধরে নাটকের জন্য আলাদা করে গান রেডর্ক করেছেন অনেকেই। যার মধ্য থেকে বহু গান জনপ্রিয়তাও পেয়েছে। চলতি বছরেও তার ব্যতিক্রম ঘটেনি। ইমরান-কনা জুটির ‘প্রেম এসেছিল একবার’ নাটকের ‘মেঘলা মনে’, ‘এক নজর না দেখলে তার’-এর ‘পরাণ’, ‘তাহার নামটি মায়া’র ‘জীবন সাথী’, ‘নূরজাহান’-এর ‘মায়া’, কোনাল-আভরাল সাহির জুটির ‘মনের আকাশে তুমি’ নাটকের ‘শুধু তোরই থাকবো’, গানের দল কাকতালের ‘সন্ধ্যা ৭টা’র ‘মায়া’, মাহতিম শাকিবের টাইটেল গান ‘একটাই তুমি’, ইমরান-পড়শীর ‘এতটা আপন’সহ আরো বেশ কিছু গান দর্শক-শ্রোতার পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে।
সিনেমা, নাটকের গানের বাইরে শ্রোতাদের মনোযোগ কেড়ে নেওয়ার গানের মধ্যে অন্যতম একটি আয়োজন ছিল ‘কোক স্টুডিও বাংলা’-এর ফিউশনধর্মী আয়োজন ‘মা লো মা’ গানটি। সাগর দেওয়ান, প্রীতম হাসান, আরিফ দেওয়ান, আলি হাসানের গাওয়া এই গানে আমাদের সংগীতের শিকড় ও লোক সংস্কৃতির ঐতিহ্যকেও নতুনভাবে তুলে আনা হয়েছে। একইভাবে ‘তাঁতী’ গানেও ছিল ঐতিহ্য তুলে আনার প্রয়াস। এ আয়োজনে সঙ্গে ছিলেন শিল্পী ও সংগীতায়োজক অর্ণব, গঞ্জের আলী, অলি বয় ও অভিনেত্রী জয়া আহসান। পুরনো গানকে কতটা সময়োপযোগী করে তোলা যায় তার আরেকটি প্রচেষ্টা ছিল ওয়ারফেজ ব্যান্ডের রিমেক আয়োজন ‘অবাক ভালোবাসা’। ১৯৯৪ খ্রিষ্টাব্দে প্রকাশিত এই গানের আবেদন ৩০ বছর পরেও এতটুকু কমেনি তার প্রমাণ করেছে ব্যান্ড ওয়ারফেজ ও কোক স্টুডিও বাংলা অনুষ্ঠান আয়োজকেরা।
বছরের শেষ দিকে মিউজিক ভিডিও দিয়ে চমক দেখিয়েছেন জনপ্রিয় গানের জুটি ইমরান ও পড়শী। ১০ ডিসেম্বর পড়শীর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয় ‘কথা একটাই’ গানটি। রবিউল ইসলাম জীবনের কথা, ইমরান মাহমুদুলের সুরে গানটির ভিডিওচিত্রেও দেখা গেছে ইমরান-পড়শীকে। ভিডিওটি মাত্র ১৫ দিনে ৫০ লাখ ভিউ অতিক্রম করেছে। গানের বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত একক ও দ্বৈত গানের আয়োজন নিয়ে সারাবছর শ্রোতার প্রত্যাশা পূরণ করে গেছেন ফাহমিদা নবী, আসিফ আকবর, বাপ্পা মজুমদার, হাবিব ওয়াহিদ, ইমরান, তাহসান, হৃদয় খান, সালমা, লিজা, কর্নিয়া, বেলাল খান, পড়শী, মাহতিম শাকিব, অবন্তি সিঁথি, আতিয়া আনিসা, তোসিবা, জেফার, জয় শাহরিয়ার, এলিটা করিম, লিমন, জয়িতা, তাসনিম আনিকা, মুজা, সঞ্জয়, আলি হাসান, জিসান খান শুভ, শেখ সাদী, অন্তরা কথা, ব্যান্ড সোলস, ওয়ারফেজ, ব্ল্যাক, আর্টসেল, শিরোনামহীন, ইএফ, চিরকুটসহ আরো বেশ কিছু শিল্পী ও ব্যান্ডদল।
প্রতিবেদন : শহিদুল ইসলাম এমেল