প্রথম রবিকিরণ

29 Sep 2024, 03:22 PM কাভার স্টার শেয়ার:
প্রথম রবিকিরণ

ছোটোপর্দা ও বড়োপর্দার অভিনেত্রী ও মডেল অহনা রহমানের দর্শকপ্রিয়তা বেড়েই চলেছে। যেখানে তার সমসাময়িকেরা অনেকেই প্রায় হারিয়ে যাচ্ছেন সেখানে অহনা দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থানকে আরো সুদৃঢ় করেছেন। দর্শকও এই অভিনেত্রীর নাটক দেখার জন্য অপেক্ষায় থাকেন। তার প্রমাণ তার অভিনীত নাটকগুলো ইউটিউবে কোটির ওপরে ভিউ। সবমিলিয়ে খুব শক্ত অবস্থানে আছেন এই অভিনয়শিল্পী। অহনার বর্তমান কাজ ও নানা বিষয় নিয়ে লিখেছেন শেখ সেলিম...


অহনা, নামের মধ্যেই একটা ঔজ্জ্বল্য, একটা দীপ্তিমান প্রভার আভাস মেলে। ‘অহনা’ অর্থ ‘সূর্যের প্রথম রশ্মি’। তো এই রবিকিরণ অভিনয়ের দীপ জে¦লে চলেছেন নিরলস। টেলিভিশন, ওয়েব কিংবা ইউটিউব সব মাধ্যম্যই বেশ ভালো অবস্থানে আছেন অভিনয়শিল্পী ও মডেল অহনা রহমান। নির্মাতা-প্রযোজকেরাও তাকে নিয়ে কাজের আগ্রহ দেখান। কিন্তু এখন আর আগের মতো কাজ করছেন না এই অভিনেত্রী। খুব বেছে বেছে কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এখন সামাজিক কর্মকা-েও নিজেকে জড়িয়েছেন। এর আগেও দেখা গেছে নানা দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এবার নারীদের জন্য গড়ে তুলেছেন পিপলস ওমেন ফ্যাশন ডিজাইন সোসাইটি। সারাদেশের নারীদের ফ্যাশন ডিজাইনের ওপর কোর্স করাবে এই সংস্থা।

তাদের ডিজাইন করা পোশাক নিয়ে ১ ও ২ নভেম্বর একটা মেলা করার উদ্যোগও নিয়েছেন। অহনা বলেন, “একা একা জীবন উপভোগ করা যায় না। সবাইকে নিয়ে বেঁচে থাকার যে আনন্দ, সেটা অনেকেই উপলব্ধি করতে পারেন না। আমরা কয়েকজন মিলে সংস্থাটি দাঁড় করিয়েছি। ধীরে ধীরে এটিকে বড়ো করার পরিকল্পনাও চলছে। এখানে দেশসেরা ডিজাইনারেরা নতুনদের শেখাবেন। আশা করছি, নারীরা এখান থেকে কোর্স করে নিজেদের মেলে ধরবেন।”

আগের চেয়ে অভিনয়ে কম দেখা যায় এই প্রসঙ্গে অহনা বলেন, “কাজ নিয়মিতই করছি এবং ভালো ভালো কাজ করার চেষ্টা করছি। আগে একসঙ্গে একাধিক নাটক রিলিজ হতো, এতে দর্শকেরা সব নাটক দেখতে পেতেন না, দর্শক যেন নাটকগুলো দেখতে পারেন, সেই জন্য নির্মাতা ও প্রযোজকদের অনুরোধ করছি একসঙ্গে নাটক মুক্তি না দেওয়ার জন্য। যার ফলে মনে হচ্ছে কাজ কম করছি।”

গল্প প্রসঙ্গে বলেন, “মাঝখানে আমি একই ঘরানার নাটক করেছিলাম। একই গল্প, একই সহশিল্পী। ধীরে ধীরে সেটা উপলব্ধি করতে পেরেছি। এখন সেখান থেকে বেরিয়ে এসেছি। সম্প্রতি ‘পরিণাম’ নামে একটি নাটক মুক্তি পেয়েছে। সেটি যদি দেখে থাকেন বুঝতে পারবেন, আমার চরিত্রটা একদম অন্য রকম। দর্শকও গ্রহণ করেছে। বুঝতে পেরেছি, এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্রেই দর্শক আমাকে চায়। এখন হয়ত সংখ্যা কমবে, তবে মানসম্মত ভালো নাটকে দেখবেন।”

অভিনয়ের পাশাপাশি উত্তরার ১৩ নম্বর সেক্টরে একটি পার্লার ছিল অহনার। সেটার কী অবস্থা ? অহনা বলেন, “এটা এখন বন্ধ আছে, প্রথম দিকে বেশ চলত পার্লারটি। কিছু সমস্যার কারণে বন্ধ করে দিয়েছি।”

ওটিটি প্লাটফর্মে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, “আপাতত কাজ করতে চাই না। আরো কিছুুদিন যাক, তারপর ভেবে দেখব। আপাতত নাটক নিয়েই থাকি।”

সম্প্রতি তার অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’, ‘পুত্রবধূ’সহ কয়েকটি নাটক মুক্তি পায়। প্রচারিত নাটকগুলো থেকে দর্শকের ভালোই সাড়া পেয়েছেন এই অভিনেত্রী।

দর্শক কোন ধরনের নাটক দেখতে চায় ? অহনা বলেন, “এই সময়ের দর্শকদের রুচির পরিবর্তন এসেছে।” তিনি মনে করেন, গল্পে পরিবর্তন আনতে হবে। কারণ, দর্শক গল্পে সমসাময়িক বিষয়গুলো দেখতে চান। অহনার ভাষায়, “দর্শক নিজেদের সম্পৃক্ত মনে করতে পারেন। এমন গল্প এখন বেশি হওয়া দরকার। ইতোমধ্যে যে গল্পগুলোতে অভিনয় করেছি, সেখানে দেশের পরিবর্তনের একটা ছাপ আছে।”

এদিকে শোবিজের সিন্ডিকেট অভিনেত্রীকে হতাশ করে। তার কথায়, “অভিনয়ে ফেরার পর সিন্ডিকেট ভালো করে বুঝেছি। বুঝতে পেরেছি, আমাদের মিডিয়া আর আগের মতো নেই। সিন্ডিকেটে থাকলে হয়ত হারিয়ে যেতাম। আমি হারাইনি বরং সিন্ডিকেটে না গিয়ে আমি নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে পেরেছি।”

নিজেকে বদলে কাজে নতুনত্ব আনার চেষ্টা করে যাচ্ছেন তিনি। তার অভিনীত নাটকগুলো থেকে দর্শকের কাছ থেকে চরিত্রের প্রশংসাও পান। তবে, এই ভালোবাসা প্রাপ্তি কমে এলে তখন নিজেকে নিয়ে নতুন করে ভাববেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায়, “অভিনয় দিয়েই কিন্তু এত বছর টিকে আছি। কিন্তু এটা কি সহজ ছিল ? আমাকে অনেক বাধা পেরিয়ে ক্যারিয়ার ধরে রাখতে হয়েছে।”

ক্যারিয়ারের শুরুতে শিশুশিল্পী হিসেবে কাজ করেন অহনা। এরপর মাঝে কিছু বিরতি নেন তিনি। ফিরে এসেও নিয়মিত কাজ করেন তিনি।

শিল্পীদের নিয়ে সাধারণ মানুষের জানার আগ্রহ অনেক বেশি। তাই তো মাঝে অহনা ও অভিনেতা শামীম হাসান সরকারকে নিয়ে দর্শকদের জানার আগ্রহ ছিল তারা কী বিয়ে করতে চলেছেন ?

মাত্র ফেসবুকে একটি পোস্টকে ঘিরে এরকম প্রশ্নের সম্মুখীন হন তারা। শুধু দর্শকেরাই নন, মিডিয়ার অনেকেই প্রশ্ন করেন তাহলে তারা প্রেম করছেন ?

তবে এ বিষয়ে মুখ খোলেননি অহনা ও শামীম হাসান। অনেকেই বলছিলেন, তাদের বন্ধুত্বের সম্পর্কটাই এমন। অহনা রহমান বলেন, “আমাদের একসঙ্গে ছবিতে দেখেছে ভক্তরা। আমরা বন্ধু, দুই পরিবারের মধ্যে দেখা হয়েছে। কিন্তু আমরা কি কোথাও লিখেছি, আমরা বিয়ে করতে যাচ্ছি। আমরা কেউ কখনোই বলিনি বিয়ে করতে যাচ্ছি।”

অহনা অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিক নাটকগুলো হচ্ছে কমেডি-৪২০, নোয়াশাল, খালি কলসি বাজে বেশি, বিশ্বাসে মিলায় বস্তু, জামাই বাজার।

ছোটোপর্দার পাশাপাশি বড়োপর্দায়ও কাজ করেছেন অহনা। তার অভিনীত প্রথম সিনেমা রকিবুল আলম রকিব পরিচালিত ‘চাকরের প্রেম’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৮ খ্রিষ্টাব্দে। ছবিতে আমিন খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর তিনি অভিনয় করেন ‘জলদস্যু রক্তরহস্য’ [২০০৯], ‘দুই পৃথিবী’ [২০১০], ‘চোখের দেখা’ [২০১৬]।

এছাড়াও অহনা ‘সদরঘাটের টাইগার’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেন। সেখানে তার কিছু সংলাপ সমালোচনার জন্ম দেয়। এরপর আর তাকে এই ধরনের কাজে দেখা যায়নি।