আগামী ২ জুন ২০২৩ শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে সৈকত নাসির নির্মিত পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’। এরইমধ্যে সিনেমাটির 'জানরে' শিরোনামের প্রথম গানটি বেশ সাড়া ফেলেছে। এবার 'সুলতানপুর' সিনেমার 'বোকা মন' শিরোনামের দ্বিতীয় গান প্রকাশ পেল।
‘বোকা মন’ শিরোনামে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত করেছেন শাহরিয়ার মার্সেল। কথা লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল।
সুলতানপুর’ সিনেমার প্রথম গান ‘জানরে’তে কণ্ঠ দিয়েছিলেন ভারতের স্নিগ্ধজিৎ। তিনি এর আগে হৃতিক রোশন অভিনীত ‘বিক্রম বেদা’ সিনেমার ‘অ্যালকোহলিয়া’ গানটি গেয়ে চমক দিয়েছিলেন।
‘সুলতানপুর’ সিনেমায় অভিনয় করেছেন আশীষ খন্দকার, সানজু জন, অধরা খান, ফারুক সুমন প্রমুখ।